প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি পালন করলো বাংলাদেশের চলচ্চিত্র সংসদগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
১৯৭৩ সালের ২৪ অক্টোবর ঢাকায় প্রতিষ্ঠিত হয় সংগঠনটির। গেল মঙ্গলবার ৫০ বছরে পা দিল প্রতিস্থানটি। সেই উপলক্ষে ২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশের চলচ্চিত্র সংসদগুলোর সাবেক ও বর্তমান চলচ্চিত্র সংসদকর্মীদের পুনর্মিলনী, মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় উঠে আসে দেশে চলচ্চিত্র শিক্ষার ধারণা প্রতিষ্ঠা ও চলচ্চিত্র শিক্ষা বিস্তারে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ভূমিকা। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের চলচ্চিত্রবোধের বিকাশের পাশপাশি বৃহত্তর সমাজের চলচ্চিত্রচিন্তা, জীবনবোধ ও জনরুচির উৎকর্ষ অর্জনে কাজ করে যাচ্ছে।