ঋতুচক্রে এখন শীতকাল থাকলেও ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে এখন বসন্তকাল। তাই নিজের সেই ভালো লাগা থেকেই কি দশ হাজার গোলাপের পোশাকে সকলকে ধরা দিলেন অভিনেত্রী?
৬ জানুয়ারি রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের কিছু স্থিরচিত্র শেয়ার করেন মধুমিতা। ক্যাপশনে আবার লিখেছেন, ‘ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত 🌼💥’ যেখানে হাজারো গোলাপ ফুলে জড়ানো একটি পোশাক পড়েন অভিনেত্রী।
বিশেষ এই ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে মধুমিতা জানিয়েছেন, ‘নানা পত্রপত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখপূরণ, বলতে পারেন।’
অভিনেত্রী আরও বলেন, ‘১০ হাজার রং-বেরঙের গোলাপ ফুল বেঁছে নিয়ে আমার এক ডিজাইনার বান্ধবীকে দিয়ে বললাম ‘ফুলের পোশাক বানিয়ে দে’। কেমন পোশাক চাইছি, তার ডিজাইন আমিই করেছি। বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে।’
একটু খুতখুতে স্বভাবের মধুমিতা চেয়েছিলেন পোশাকের কোনও অংশ খালি থাকবে না, শুধুই ফুল থাকবে। কিন্তু পোশাক তৈরির সময় দেখা গেছে, সেটা করলে খুব ভালো দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়নায়, চুলেও। মধুমিতার মতে, ‘এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম।’
মধুমিতার জীবনে বসন্তের সমাগম। তার জীবনেও প্রেম হয়ে ‘বসন্ত’ ধরা দিয়েছে। বিয়ের উদ্যাপনের পোশাকও নিজে ডিজাইন করবেন? হেসে ফেলে জবাব দিলেন, ‘ভাবনায় আছে। আগে দিনক্ষণ ঠিক হোক, তারপর বিয়ের পোশাক নিয়ে ভাবব।’