আন্দোলন দৃশ্যত শেষ হলেও বাংলাদেশ এখনও ফেরেনি তার স্বাভাবিক রূপে। বিষয়টি নিয়ে জনগণের পাশাপাশি উদ্বেগের কথা জানান বিনোদন জগতের তারকারাও। দেশের বর্তমান পরিস্থিতির ভালো-মন্দ তুলে ধরে আরও একবার মুখ খুললেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথিলা একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসের প্রথমে শিক্ষার্থী ও বিএনসিসি’র অবদান তুলে ধরে তিনি লেখেন, ‘রাতের বেলা ছিঁচকে চোর-ডাকাতের উপদ্রব হলেও, দিনের বেলা সব কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। রাস্তায় আমাদের ছাত্ররা আর বি.এন.সি.সি.-র ভলান্টিয়াররা খুব ভালোভাবে ট্রাফিক ম্যানেজ করছে।’
এরপরই মিথিলা পুলিশ বাহিনীর কাজে যোগদানের কথা উল্লেখ করে লেখেন, ‘এখন চাই পুলিশ বাহিনী কাজে যোগদান করুক আর আমরা একে অপরকে নিজেদের নিরাপত্তা রক্ষায় এবং সুযোগ সন্ধানী দুর্বৃত্তদের মোকাবেলা করায় সহযোগিতা করি।’
শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের জনগণ একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে আবার খানিকটা চিন্তিত দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কেননা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট ও ডাকাতির মত অনাকাঙ্খিত ঘটনাও বেড়ে গেছে বর্তমানে।
সম্প্রতি এমনই এক অনাকাঙ্খিত ঘটনায় হেনস্তার শিকার হয়েছিলেন মিথিলাও। সদ্য ইতিটানা শাসক দলের নেতাদের খুঁজতে অভিনেত্রীর গাড়ি তল্লাশি করে এক দল অপরিচিত লোক।