দক্ষিণের সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন একই বংশের। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। কিন্তু ভাই হওয়া সত্ত্বেও দুইজন জড়িয়েছিলেন এক দীর্ঘ তিক্ততায়, মৌন দ্বন্দ্বে। দুই ভাই একে অপরের সাথে কথা বলেননি অনেক বছর। কারণটা প্রেম।
বলিউড অভিনেত্রী নেহা শর্মা ২০১০ সালে ইমরান হাশমির সঙ্গে ‘ক্রুক’ ছবি দিয়ে প্রথম বলিউডে আসেন। তার আগে তিনি কাজ করেছেন দক্ষিনী চলচ্চিত্রে। ২০০০-এর নতুন দশকের শুরুর কিছু প্রতিবেদনে অনুযায়ী, আল্লু অর্জুন সেসময় নেহা শর্মার প্রেমে পড়েছিলেন।
শোনা যায়, তখন নেহা ও আল্লু বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং আল্লু তাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি, কারণ গুঞ্জন ছিল আরেক দক্ষিণী অভিনেতা ও আল্লুর ভাই রাম চরণ ও নেহা ‘চিরুথা’ ছবির করার সময় ঘনিষ্ঠ হয়ে পড়েন। এই ছবি ছিল নেহা ও রাম চরণেরও অভিষেক ছবি।
এমনকি জোর গুঞ্জন ছড়ায় যে, রাম চরণ নেহাকে গোপনে বিয়ে করেছেন এবং তারা হানিমুনে গিয়েছেন। নেহার সঙ্গে সম্পর্ক ভাঙার পেছনে রামের হাত আছে জেনে আল্লু অর্জুন নাকি ভীষণ ধাক্কা খান। সেখান থেকেই তাদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়।
তবে রাম চরণ একবার এই গোপন বিয়ের গুঞ্জন নিয়ে মুখও খুলেছিলেন। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক টেলিভিশন চ্যাট শোতে তিনি বলেছিলেন, ‘আমি একজন বিবাহিত মানুষ এবং এ ধরনের গুজব আমার বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। চিরুথা ছিল আমার প্রথম ছবি, আর সেই থেকেই আমার নেহাকে গোপনে বিয়ে ও হানিমুনে যাওয়ার খবর রটতে শুরু করে। আমার বাবা আমাকে বলেছিলেন, এই মিথ্যা খবরকে গুরুত্ব না দিতে।’
তিনি আরো বলেন, ‘তখন উপাসনা (রামের বউ) তার বন্ধু ছিলেন এবং জানতেন যে এগুলো সবই মনগড়া কথা।‘
ব্যক্তি জীবনে রাম চরণ ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন, আর যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হয়ে ২০১১ সালে তাকে বিয়ে করেন আল্লু অর্জুন। দুজনেই এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং সন্তানও রয়েছে। তবে এখনো তাদের মধ্যে আগের মতো ব্যক্তিগত স্বাভাবিক সম্পর্ক নেই বলেই গুঞ্জন রয়েছে দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিতে।