এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা। চক্করের পরে আবারো নতুন সিনেমার খবর নিয়ে এলেন এই অভিনেতা।
জানা গেছে নূর ইমরান মিঠুর ‘কুরকাব’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গত বছরের এপ্রিলে বেশ গোপনীতার সাথেই সুন্দরবনে সিনেমাটির শুটিং শুরু হয়। অবশ্য সে সময়েই সিনেমাটির সংবাদ প্রকশ্যে এসেছিলো।
এবার জানা গেল, সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এক দিনের দৃশ্যধারণ বাকি আছে বলে জানালেন নির্মাতা। আপাতত এর বেশি কিছুই জানাতে চাননি এই জনপ্রিয় অভিনেতা।
এদিকে আসন্ন পহেলা বৈশাখে মুক্তি পেতে পারে মোশাররফ করিমের আরেক সিনেমা ‘বিলডাকিনি’। গত ২৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসেন।
এবার নির্মাতা জানালেন ঈদের চলমান দর্শক সমাগম থাকতে থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে ‘বিলডাকিনি’ নিয়ে আসতে চান।
‘বিলডাকিনি’ সিনেমাটি একটি উপন্যাস থেকে বানানো সিনেমা। নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।
এবারের ঈদে বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে ‘চক্কর’। সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।