থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ২০তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা- ‘সাঁতাও’, ‘পাতালঘর’ ও ‘নোনা পানি’। ফেস্টিভ্যালের এশিয়ান স্পেকট্রাম বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমা তিনটি।
খন্দকার সুমনের পরিচালনায় ‘সাঁতাও’ সিনেমাটি মূলত নির্মাণ করা হয়েছে মাটি আর মাতৃত্বের গল্প নিয়ে। সদ্য বিয়ে করা এক কৃষকের সারাদিন কেটে যায় খেতে-খামারে। অপরদিকে একাকিত্বে ভোগেন তার স্ত্রী। এমতাবস্থায় এই একাকিত্ব দূর করতে স্ত্রীর সঙ্গী হয় একটা গরু। কৃষক, তার স্ত্রী ও গৃহপালিত পশুকে ঘিরেই এই সিনেমার গল্প। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।
নূর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতালঘর’ সিনেমাটি হলো মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, রওনক হাসান, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।
অপরদিকে বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েশন লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়িতা মহলানবিশ, বিলকিস বানু, রুবল লোদি প্রমুখ।
জানুয়ারি মাসের ১২ তারিখ থেকে ১৮ তারিখে মুম্বাইয়ে বসার কথা রয়েছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর।