দুই মাসব্যাপী মিউজিক্যাল কনসার্ট ট্যুরে যাচ্ছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্যুরটির নাম ‘মিউজিক্যাল হেরিটেজ ট্যুর’। এই ট্যুরে আনিসার সঙ্গী হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও তার টিম।
জানা গেছে, দুই মাসব্যাপী এই কনসার্ট ট্যুরের প্রথম শো অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট, নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসে। তার আগেই পুরো টিমসহ তারা পাড়ি দিবেন যুক্তরাষ্ট্রে।
এই ট্যুর নিয়ে আতিয়া আনিসা গণমাধ্যমকে বলেন, ‘এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। বলতে পারেন, আমার স্বপ্নপূরণ হচ্ছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গান নিয়ে আমি দেশ-বিদেশে ঘুরব। একটু একটু করে আমার সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এখন পর্যন্ত গানের জন্য আমার তিনটি দেশে ঘোরা হয়েছে—ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়া। এবার যুক্তরাষ্ট্র হতে যাচ্ছে গানের জন্য আমার চতুর্থ আন্তর্জাতিক সফর।’
তিনি আরো বলেন, ‘এই কনসার্ট ট্যুরটা আমার জন্য অনেক স্পেশাল, তাছাড়া যেহেতু এটা প্রায় দুই মাসব্যাপী একটা ট্যুর; এত লম্বা সময় কখনো এর আগে কোনো শো করিনি। আন্তর্জাতিক শিল্পীদেরকে দেখেছি এরকম বেশ লম্বা সময় নিয়ে কনসার্ট ট্যুর করতে। এবার সেটা আমি করতে যাচ্ছি। তাই অনেক বেশি আনন্দিত। অনেক বেশি ভালো লাগছে। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে শো করব, আমার নিজস্ব যে গানগুলো আছে সেগুলো গাইব।’
এখন আপাতত ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিতেই ব্যস্ত আনিসা। এরমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ করেছেন বলে জানান এই গায়িকা। যাওয়ার আগে আরও দুটি গানে কণ্ঠ দেবেন বলেও জানা গেছে।
এদিকে মাহতিম সাকিবের সঙ্গে গাওয়া আনিসার ‘তুমি কি আমার’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটি ব্যবহৃত হয়েছে ‘মেঘ বালিকা’ নাটকে। এ ছাড়া গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘টগর’ সিনেমার আইটেম গান ‘ও সুন্দরী’ও গেয়েছেন তিনি।