সরকারের তরফ থেকে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের জন্য ঘোষিত ঢাকার আফতাবনগরের প্রায় ৬ শতাংশ জমি, অবশেষে বুঝে নিয়েছে সংগঠনটি। জমি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।
৩ মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনয়শিল্পী সংঘের দুটি ছবি পোস্ট করে রওনক হাসান লিখেছেন, ‘অভিনয়শিল্পীদের নিজের জায়গা!! আজ শুক্রবার, ০৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা এর কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাও জনাব শরিফ মো : হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।’
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানিয়েছেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় আশার কথা। কারণ, নিজেদের একটা জায়গা করা প্রথম কোনো শিল্পীদের সংগঠন এটি। আমাদের এই সাংস্কৃতিক সংগঠন যে স্বপ্ন দেখেছিল, সেই যাত্রায় পথচলা শুরু হচ্ছে। আমি বলব, শিল্পীদের আজ গর্বের দিন। আনন্দের দিন। আমরা এখন নিজেদের মতো করে সব পরিকল্পনা করতে পারব। যা শিল্পীদের সমাজে আরও বেশি ভূমিকা রাখতে সহায়তা করবে।’
উল্লেখ্য্, বর্তমান অভিনয়শিল্পী সংঘের অফিস গুলশান-১–এর নিকেতনে। সেখানে একই সাথে ডিরেক্টরস গিল্ড, প্রযোজকসহ বেশ কিছু ছোট পর্দার সংগঠনের অফিস। যে কারণে তারা নিজেদের মতো তেমন কিছুই করতে পারছিল না।