ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গেল ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় নিজ বাড়িতে মারা যান তিনি। অভিনেতার চলে যাওয়ার প্রায় এক মাস পর ২৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার মেয়ে কিরস্টেন এলি।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে বাবার মৃত্যুর কথা জানিয়ে কিরস্টেন এলি লেখেন, ‘আমার বাবা ছিলেন এমন একজন, যাকে মানুষ হিরো বলতো কিন্তু আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।’
উল্লেখ্য, ষাটের দশকে বেশকিছু জনপ্রিয় টিভি শো উপস্থাপনা করেছেন রন এলি। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে তাকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছে ১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি। অভিনেতার পাশাপাশি রন এলি ছিলেন একাধারে একজন লেখক, প্রশিক্ষক ও মেন্টর। তাই তো ২০০১ সালে অভিনয় থেকে অবসর নিয়ে রণ এলি মনোযোগী হয়েছিলেন লেখালেখিতে।