Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

টাইগারদের সাপোর্টে কলকাতায় ‘কাজল রেখা’ টিম

‘কাজল রেখা’ টিম | ছবি: সংগৃহীত

চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে থাকছেন ‘কাজল রেখা’ সিনেমার টিম। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বেন টাইগাররা। এই দুটি ম্যাচ গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদেরকে সাপোর্ট প্রদর্শনের কথা রয়েছে সিনেমাটির নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দলের।

কলকাতায় টাইগারদের ম্যাচে উপস্থিত থাকার জন্য ‘কাজল রেখা’ টিম দেশ ছেড়েছেন ২৬ অক্টোবর। তবে শুধুমাত্র খেলা দেখার জন্য নয়, সিনেমার প্রমোশনও টিমটির অন্যতম উদ্দেশ্য।

সিনেমাটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এই বিষয়ে জানান, “খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ সিনেমার টিমের আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই সিনেমার নাম সংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি, সিনেমার নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন ২৬ অক্টোবর ভারতে রওনা হব। ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।”

কয়েক বছর ধরেই পরিকল্পনা করা হচ্ছিলো ‘কাজল রেখা’ সিনেমা নির্মাণের। অবশেষে কাজ শেষ হয়েছে ছবিটির। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। সেন্সর বোর্ডেও জমা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, সেহেতু আগে থেকেই প্রচারণার কাজ শুরু করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ‘কাজল রেখা’ ছবির শুটিং শুরু হয় ২০২২ সালের এপ্রিলে। এরপর একটি লম্বা সময় পার করে চলতি বছর শেষ হয় শুটিং। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইভানার প্রত্যাবর্তনের অপেক্ষা, যুক্তরাষ্ট্র সফরে অভিনয় ও নাচের প্রশিক্ষণ

প্রায় সাড়ে চার মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন ছোট পর্দার পরিচিত মুখ পারসা ইভানা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা,…
ইভানা

গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ডা. এজাজ, মুগ্ধ ভক্তরা

বাসে ‘গরিবের ডাক্তার’ এজাজুল ইসলাম দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করলেন, খ্যাতি…
গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ড. এজাজ, মুগ্ধ ভক্তরা

লালন উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক  

১৭ অক্টোবর বাউলসাধক লালনের ১৩৫ তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষ্যে উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে…
লালন উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
0
Share