তর্কবিতর্ক হোক কিংবা অভিযোগ, সম্প্রতি ‘ছায়াবাজ’ সিনেমা নিয়ে মিডিয়াপাড়া সরগরম বিভিন্ন কারণেই। ঘটা করে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে সংযুক্ত করা হলো সিনেমাটির সাথে। এরপর এক অভিযোগ থেকে সূত্রপাত হয়ে সৃষ্টি হয় এক বিতর্কের। ফলশ্রুতিতে তাকে বাদ দেওয়া হলো সিনেমা থেকে।
এবার গুঞ্জন শোনা যাচ্ছে সায়ন্তিকার পর আউট হতে যাচ্ছেন অভিনেতা জায়েদ খানও। কারণ ছবিটিই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
প্রযোজক ও নৃত্য পরিচালক মাইকেল বাবুকে অপেশাদারি আচরণে অভিযুক্ত করে শুটিং ছেড়ে কলকাতায় ফিরে যান সায়ন্তিকা। অভিনেত্রীর এমন অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতেই আসে ছবিটি নিয়ে অনিশ্চয়তা।
সিনেমা শেষ করতে পারবে কিনা এই বিষয়ে মনিরুল জানিয়েছিলেন, “এই সিনেমা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সিনেমা শেষ করতে পারবো কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে আমি আমার জায়গা থেকে সরছি না। আগামী ১০-১২ দিনের মধ্যে সায়ন্তিতা ও জায়েদ খান যদি নৃত্য পরিচালক মাইকেল বাবুর কাছে ক্ষমা না চায় তাহলে অন্য চিন্তা করব। দরকার হলে তাদের বাদ দিয়ে অন্য নায়ক-নায়িকা নিয়ে শুটিং করব।”
তিনি আরও বলেছিলেন, “জীবনে অনেক টাকা লস হয়েছে। কিন্তু আমার কাছে মানসন্মানটাই বেশি বড়। মাইকেল বাবু হলেন আমাদের অবিভাবক। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। এটা মেনে নেওয়ার মত না। যতি তারা ক্ষমা চান তাহলে নতুন করে আবার শুটিং করব। না হলে দেশের অন্য নায়ক-নায়িকা নিয়ে কাজ করব।”
এই বক্তব্যের পর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও অনিশ্চয়তার ব্যাপারটা রয়েই গেলো। মূলত একটি ওয়েব সিরিজ বানানোর পরিকল্পনা থেকে সূত্রপাত হয় সিনেমাটির। মনিরুলের ভাষ্যমতে জায়েদ খানের অনুরোধেই সেই পরিকল্পনা বদলিয়ে এটি বড় পর্দায় প্রকাশের পরিকল্পনা করা হয়। কিন্তু জায়েদ খান কিংবা ‘ছায়াবাজ’ সিনেমা, অনিশ্চয়তা কাটেনি কোনো বিষয়েরই!