২০ জুন, বার্ধক্যজনিত কারণে আটাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘দ্য হাঙ্গার গেমস’ খ্যাত কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। অভিনেতার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে।
প্রয়াত ডোনাল্ডের ছেলে অভিনেতা কিয়েফের সাদারল্যান্ড ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ‘দু:খ ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সিনেমার ইতিহাসে আমার বাবা ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভালো-মন্দ যে কোনো ভূমিকায় তিনি সাহসী ছিলেন। কঠিন মুহুর্তেও তিনি ঘাবড়াতেন না। আমার বাবা যা ভালো মনে করতেন, তাই করতেন। তিনি না চাইলে তাকে কেউ কিছু করাতে চান না। তিনি তার জীবনকে খুব ভালোভাবে উপভোগ করে গেছেন।’
অভিনেতার মৃ’ত্যুতে শোক প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ডের অভিনয় নৈপুণ্য ছিল অনন্য। তিনি একজন সত্যিকারের অভিনয় শিল্পী ছিলেন।’
উল্লেখ্য, কলেজ জীবন শেষে নিউজ প্রেসেন্টার হিসেবে কাজ করেন ডোনাল্ড। এরপর ব্রিটিশ চলচিত্র ও টেলিভিশনে ছোট ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৭ সালে ‘দ্যা ডার্টি জোন’-য়ে অভিনয় করে পরিচিতি পান। আর থেমে থাকেননি, দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ারে প্রায় ২০০টি মত সিনেমায় অভিনয় করেন ডোনাল্ড সাদারল্যান্ড।