১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজ। ১৯ ফেব্রুয়ারি বাদ যোহর ধানমণ্ডি ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ, ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে শিল্পকলা পদকও লাভ করেন তিনি।
প্রখ্যাত কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজের উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘কেন এক বন্দি পাখি’, ‘ঐ দূরের বলাকা সাঝের আকাশে’, ‘মন নেবার আগে’, ‘সাতটি সাগর পাড়ি দিয়ে’, ‘আমার যেন একটু সময় নেই হাতে’ ইত্যাদি।