২ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা ও নির্মাতা সাধু মেহের। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
গুণী এই নির্মাতার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিবৃতিতে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রথম ওডিশি অভিনেতা হিসেবে ‘অঙ্কুর’ ছবির জন্য জাতীয় সম্মানে ভূষিত হয়েছিলেন সাধু মেহের। তার প্রয়াণ ওডিশি ফিল্ম জগতের অপূরণীয় ক্ষতি।”
মৃণাল সেন, তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, সন্দীপ রায়ের মতো বাঙালি পরিচালকদের সাথেও কাজ করেছেন সাধু মেহের। আশির দশকের মাঝামাঝি সময়ে অন্যধারার ছবির পরিচিত মুখ ছিলেন সাধু মেহের। ওডিশি ছবিতে সবচেয়ে বেশি কাজ করেছেন এ অভিনেতা।
উল্লেখ্য, ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ দিয়ে হিন্দি সিনেমা জগতে পদার্পন সাধু মেহেরের। এই ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ১৯৮৯ সালে সব্যসাচী মহাপাত্রের ‘ভুখা’ সিনেমার জন্য বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
পরিচালক হিসেবে সাধু মেহের তৈরি করেছেন ‘অভিমান’, ‘অপরিচত’, ‘অভিলাষা’-র মতো অনেক জনপ্রিয় ওডিশি সিনেমা। ২০১৭ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান, পদ্মশ্রী পুরস্কার লাভ করেন সাধু মেহের।