ঢালিউড মেগাস্টারের ‘তুফান’ ওটিটি-তে কবে আসবে? সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অনলাইন স্ত্রিমিং প্ল্যাটফর্ম চরকি জানালো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ’তুফান’।
১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১ মিনিটে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয়, ‘তুফান’ -এর জন্য আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।’
প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তি নিয়ে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা যাবে। যারা চরকির সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির সঙ্গে সঙ্গেই। তবে যারা এখনও চরকি সাবস্ক্রাইব করেননি, তাদের পার করতে হবে কিছু ধাপ।
দেশ বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ’তুফান’। চরকি কর্তৃপক্ষ জানান, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ’তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ’লাগে উরা ধুরা’ অন্যটি ’দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ’দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।
আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা।