সাম্প্রতিক সময়ে মাবরুর রশীদ বান্নাহ একটি সাক্ষাৎকারে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে নিজের হতাশার কথা জানান।
দীপ্ত টিভির আয়োজনে একটি সাক্ষাৎকারে তাকে কয়েকজন শিল্পীকে প্রশ্ন করা হলে তিনি চঞ্চল চৌধুরীকে নিয়ে নিজের হতাশার কথা জানান।
এই হতাশার উৎস বৈষম্যবিরোধী আন্দোলন। সে সময়ে তার নীরব থাকাকে নির্দেশ করেন বান্নাহ। পাশাপাশি নিজের সাফাই গাইতে লেখা পোস্টটির সমালোচনা করেন। চঞ্চল লিখেছিলেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’
বান্নাহ উল্লেখ করেন, এর আগে তিনি শিল্পী হিসেবে সাবেক সরকারের পক্ষে একটি বিবৃতিতে সাইন করেন। তখনও এই কথাটা বলতে পারতেন যা বলেছেন ছাত্রদের পাশে দাঁড়ানো নিজেকে বিরত রাখতে।
বান্নাহ হতাশ সুরে বলেন, আমি তার একজন ফ্যান ছিলাম।
উল্লেখ্য, চঞ্চল চৌধুরী পরবর্তীকালে ফেনী- কুমিল্লা- নোয়াখালি বন্যার সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েও কটাক্ষের শিকার হন।