স্মরণীয় ৫ আগস্টের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। কালো অধ্যায় মুছে নতুন অধ্যায়ের সূচনাকালে ছাত্ররা যখন রাষ্ট্র সংস্কার করছেন, তখন অভিনেত্রী জাকিয়া বারী মম মনে করিয়ে দিলেন আরও একটি সংস্কারের বিষয়।
মম ৬ আগস্ট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে একটি পোস্ট করে লেখেন, ‘বাংলা চলচ্চিত্র সেন্সর বোর্ড সংস্কারের সময়…আর চলচ্চিএে অনুদান যেন হয় যোগ্যতার ভিত্তিতে… এই নতুন বাংলাদেশে’।
কোটা সংস্কার আন্দোলনে মম ছিলেন ছাত্রদের সকল দাবির পক্ষে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। এছাড়াও ৫ আগস্ট যখন শেখ হাসিনা ছাত্র- জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন, তখন খবরটি পেয়ে আনন্দে রাজপথে নেমেছিলেন মম।
বিজয় উল্লাসের সময় ফ্রেমবন্দী হওয়া একটি মুহূর্ত ভক্ত ও অনুরাগীদের সাথে ফেসবুকে শেয়ার করে করে মম লিখেছিলেন, ‘স্বাধীনতা… ৩৬ জুলাই ২০২৪’। শেষে তিনি জুড়ে দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার একটি ইমোটিকন।