জয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির একটি গানের শুটের জন্য প্রায় ১৬ টন টমেটোর প্রয়োজন হয়েছিল।
তিন বন্ধুর গল্পের উপর ভিত্তি করে নির্মিত হিন্দি ছবিটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয় স্পেনে। সিনেমাটির একটা গানের দৃশ্যায়নের জন্য টিমকে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল।
গানটিকে বাস্তবসম্মত করে দেখানোর জন্য স্পেনের বুনিওল শহরে যেখানে ফেস্টিভ্যালটি উদযাপিত হয় সেখানেই শুট করার সিদ্ধান্ত নেয় ছবির টিম। টোমাটিনা ফেস্টিভ্যালের উপর নির্মিত ‘এক জুনুন’ গানটির দৃশ্যায়নের জন্য প্রচুর পরিমাণ টমেটোর প্রয়োজন পড়ে তাদের।
সিনেমাটির প্রযোজক রিতেশ সিধওয়ানি গণমাধ্যমে এ সম্পর্কে বলেন, স্পেনে টমেটোর মৌসুম না থাকায় পর্তুগাল থেকে ছবিটির শুটের জন্য টমেটো আমদানি করা হয়। পর্তুগাল থেকে টমেটো আমদানি করে শুট করতে প্রযোজককে তখন প্রায় ১ কোটি টাকা গুনতে হয়।
রিতেশ আরও জানান, চলচ্চিত্রটির ‘এক জুনুন’ শীর্ষক গানটির দৃশ্যায়নের জন্য প্রায় ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল তাদের। গানটির শুটের কারণে ঐ বছর বুনিওলবাসী দুইবার টোমাটিনা ফেস্টিভ্যাল উদযাপন করার সুযোগ পায়।
জয়া আখতার পরিচালিত ছবিটি ১৫ জুলাই মুক্তির এক যুগ পূরণ করে। ছবিটির মাধ্যমে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওলের মত তারকাদের বড় পর্দায় দেখতে পান দর্শক।