সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে ২০২২-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম। ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা।
উপস্থাপনা নিয়ে পূর্ণিমা জানান, “আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বিটিভি থেকে। আমি সম্মতি জানিয়েছি। আমার সঙ্গে উপস্থাপনা করবে ফেরদৌস। এর আগেও আমি এই মঞ্চে সঞ্চালনা করেছি। চলচ্চিত্রের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির এই অনুষ্ঠানটি আমি সব সময়ই উপভোগ করি। এখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সাথে আরও গণ্যমান্যরাও। তাই চেষ্টা করব সবার জন্য উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দিতে।”
চিত্রনায়ক ফেরদৌস জানান, “উপস্থাপনার জন্য আলোচনা চলছে। তবে চূড়ান্ত হতে আরও দু-এক দিন লাগবে। আমি খুবই উপভোগ করব জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পেলে। আশা করি, পূর্ণিমার সঙ্গে রঙিন ও প্রাণবন্ত একটি অভিজ্ঞতা হবে।”
উল্লেখ্য, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয় করে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। অন্যদিকে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয়শিল্পী রোজিনা ও মুক্তিযোদ্ধা খসরু।