প্রতি ঈদে বিটিভি নিয়ে আসে দারুণ সব অনুষ্ঠান। তারই মধ্যে হাসান রিয়াদের প্রযোজনায় বউ পাগল, স্বামী পাগলদের নিয়ে বসেছে হাস্য রসাত্মক বিতর্ক অনুষ্ঠান ‘পাগল সমাবেশ’।
প্রযোজক জানিয়েছেন, ‘আঞ্চলিক ভাষায় সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে এ অনুষ্ঠানে। পাগল সমাবেশে অংশ নেওয়া বিতার্কিকদের চরিত্রগুলো হচ্ছে- ভোট পাগল, লাইভ পাগল, বউ পাগল, স্বামী পাগল, টাকার পাগল, বলদ পাগল, বিদেশ পাগল ও প্রেম পাগল। এ অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় বিভিন্ন চরিত্রের উপস্থাপনায় যুক্তি তর্কের মাধ্যমে সামাজিক অসঙ্গতি তুলে ধরে বিভিন্ন পাগলামিকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। যার মধ্য দিয়ে মানুষকে দায়িত্ব পালনে আরও সচেতন ও মনোযোগী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।’
প্রযোজক আরও জানিয়েছেন, ‘সত্যিকারের পাগল নয়, তবে নিজের প্রিয় মানুষটির জন্য প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবাসা যাদের কেউ তো পাগল বলি আমরা।’
উল্লেখ্য, ঈদ আয়োজনের বিশেষ অনুষ্ঠান হিসেবে বিটিভি-তে প্রচারিত হবে নাটকটি।