১ আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় একত্রিত হন বিনোদন অঙ্গনের শিল্পীরা। এসময় কো’টা সং’স্কার আ’ন্দো’ল’রত শি’ক্ষা’র্থীদের সঙ্গে সংহতি জানিয়ে, হ’ত্যা’কা’ণ্ডের বিচার, স’হিং’সতা, গণগ্রে’প্তার ও নানান হয়রানি নিয়ে প্রতিবাদ করেন তারা।
শতাধিক শিল্পীর সাথে সেখানে উপস্থিত ছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি জানান, ‘আমরা এদেশের সকল মানুষের সঙ্গে। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে।’
দেশের চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে এরপর তিনি যোগ করেন, ‘আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমাদের আসলে ঘরে বসে থাকার মত অবস্থায় নাই। আমরা শান্তি চাই। আমরা র’ক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগোলি, রক্ত- এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই।’
প্রসঙ্গত, দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে এতে মোশাররফ করিম ছাড়াও উপস্থিত ছিলেন শহিদুল আলম, আকরাম খান, আশফাক নিপুন, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার সহ আরও অনেকে।