টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর এপার বাংলার ভক্তদের জন্য নতুন বছরের শুরুতেই আসলো সুখবর। আবারও ঢাকাই সিনেমায় কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী! ছবিটির নাম- ‘বাঙালি বিলাস’।
জানা গেছে, ইতিমধ্যে ঢালিউডের নতুন সিনেমায় শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেই অনুমতি। মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা গেছে, ঋতুপর্ণাকে বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
‘বাঙালি বিলাস’ সিনেমার পরিচালনা ও প্রযোজনা করতে যাচ্ছেন এবাদুর রহমান। এই ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কর্তৃক সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এদিকে নতুন ছবিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এমনকি কবে থেকে এর শুটিং শুরু হবে, এই ব্যাপারেও বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে অভিনেতা নিরব হোসেনের সাথে ‘স্পর্শ’ সিনেমায় অভিনয় করতে ঢাকায় এসেছিলেন ‘প্রাক্তন’ খ্যাত টালি তারকা ঋতুপর্ণা।