নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি এবার দেখা দিচ্ছেন নির্মাতা হিসেবে। আজ (৩০ মে ) ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিম হবে নির্মাতা মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’।
বাগেরহাটের এক একজন কিশোরের ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ওয়েব ফিল্ম প্রসঙ্গে আফসানা মিমি জানিয়েছেন, ‘আমি আহামরি বা অভিনব কিছু বানাচ্ছি, তা বলব না। খুব সাধারণ একটা গল্প খুবই সাধারণভাবে বানাচ্ছি। বেশির ভাগ কনটেন্টের ক্ষেত্রে গল্পের নায়ক অপরিচিত কাউকে রাখতে দেখা যায় না। আর আমি সেই ধারণা পাল্টে দিতে এই ওয়েব ফিল্মের প্রধান চরিত্রের জন্য বেছে নিয়েছি এমন এক ১৪ বছরের এক কিশোরকে, যাকে এর আগে কখনোই অভিনয়ের ত্রিসীমানায় দেখা যায়নি।‘
নতুন নির্মাতা মিমি আরও যোগ করেন, ‘প্রাথমিক ভাবনা ছিল, চ্যানেল আইয়ের জন্য একটা কাজ করব। গল্প তৈরি হওয়ার পর গল্পের সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে মনে হলো, আইস্ক্রিনকে মাথায় রেখে কাজটা করি। সেভাবেই এগিয়ে যাওয়া।‘
উল্লেখ্য, অফ দ্য মার্ক ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতিসহ আরও অনেকে।