ঢালীউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমনির জীবন ও তার রূপ পরির ভক্তদের কাছে এমনকি দেশের মানুষের কাছে এক অপার বিস্ময়। ভক্তদের কাছে তিনি গ্রিকদেবী আফ্রোদিতির মতো রূপে, লাবন্যে অনন্যা নারী।
আর তাই পরীমনির রূপের রহস্য নিয়ে নেটিজেনদের মনে হাজারটা প্রশ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপনের দৃশ্যে পরীমনি তার রূপের রহস্যের কথা জানিয়েছেন। শেয়ার করা ভিডিওতে পরী আবারো তার চিরচেনা সেই লাস্যময়ী রূপেই নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা সবাই ব্যস্ত কিন্তু নিজেকে সময় দেওয়া কী বিলাসিতা।’ এরপর বলেন, ‘মোটেও না নিজের যত্ন নেওয়া মানে নিজেকে ভালোবাসা’।
এর পর রূপের রহস্যের কথা উল্লেখ করে পরীমনি বলেন, ‘একটা ভালো অনুভূতি, পুরো দিন বদলে দিতে পারে। একটুখানি যত্ন পারে এনে দিতে নতুন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবাসো নিজের যত্নে। আমার রূপের রহস্য রোজ শাওয়ার জেল’।