চিড়িয়াখানা বন্ধে তারকারা
রাজধানীর মিরপুরে অবস্থিত দেশের জাতীয় চিড়িয়াখানায় ঘটে গেছে এক ভয়ংকর ঘটনা। গত (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চিড়িয়াখানার লায়ন মাঠের একটি খাঁচা থেকে বের হয়ে গেছে একটি সিংহী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টায় ট্রানকুলাইজার গান ব্যবহার করে সিংহীটিকে অচেতন করা হয় এবং সোয়া ৭টায় পুনরায় খাঁচায় বন্দী করা হয়। চিড়িয়াখানায় পশুদের বন্দী করে রাখা নিয়ে প্রতিবাদস্বরূপ চিড়িয়াখানা বন্ধের দাবি তুলেছেন আরশ খান–সাদিয়াসহ অনেকে ।

খবরটি মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর শুরু হয় নানা সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও লিখেছেন তাদের মন্তব্য। চিড়িয়াখানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান ও সাদিয়া আয়মান। আরশ খান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘খাঁচায় বন্দি জীব প্রদর্শনী বন্ধ হোক। হয় সাফারি পার্কের ব্যবস্থা করেন যেখানে পশুপাখি উন্মুক্ত থাকবে মানুষ খাঁচায় করে দেখতে যাবে নয়তো দরকার নেই। আমার বাচ্চাদের আমি এনিমেল প্ল্যানেট দেখিয়ে পশুপাখি চিনিয়ে নেবো। চিড়িয়াখানা বন্ধ হোক, পশু-পাখিদের বন্দি প্রদর্শনী বন্ধ হোক।‘

আরশের এই মন্তব্যকে কেন্দ্র করে আবারও উঠে এসেছে চিড়িয়াখানায় পশুপাখি বন্দী প্রদর্শনের নৈতিকতা নিয়ে প্রশ্ন।
এদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানও একই সুরে প্রতিবাদ জানিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমরা চিড়িয়াখানা চাই না। বন্য প্রাণীদের তাদের নিজস্ব বন্য বাড়িতে স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে।‘

এছাড়াও চিড়িয়াখানা বন্ধের দাবি তুলেছেন দেশের এক সময়ের জনপ্রিয় ও বিখ্যাত আরজে এবং সংগীতশিল্পী রাইসুল ইসলাম চৌধুরী ওরফে আরজে রাজু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে”। এছাড়াও তিনি তার পোস্টের কমেন্টে আরো লিখেছেন, “এই উক্তিটির মূল অর্থ হলো, প্রতিটি জীব তার নিজস্ব স্বাভাবিক ও উপযুক্ত পরিবেশে সবচেয়ে ভালোভাবে মানানসই হয় ও সুন্দর দেখায়; বন্যপ্রাণীর জন্য বন যেমন, তেমনি শিশুর জন্য তার মায়ের কোল বা আশ্রয়স্থলই সবচেয়ে নিরাপদ ও সুন্দর আশ্রয়। এই প্রবাদ বাক্যটি মূলত প্রকৃতির নিয়ম এবং প্রত্যেক সত্তার স্ব-পরিবেশের গুরুত্ব বোঝায়’।