তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি
তৌসিফ মাহবুব ছোট পর্দায় বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের একজন। ভালোবাসা দিবসে প্রচারিত ‘অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর’ নাটকের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন এবং পরবর্তী সময়ে রোমান্টিক ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। সাম্প্রতিক সময়েও তিনি নিয়মিত টিভি নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি এই সময়ের দুই জনপ্রিয় তারকা। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে এই দুজনের। দর্শকমনে তাই প্রশ্ন তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি কেন একসাথে ?
নাজিফা তুষি বাংলাদেশের বর্তমান সময়ের প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তার অভিনয়জীবন শুরু হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে, তবে ‘হাওয়া’ ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি ব্যাপক দর্শক প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করেন। বাস্তবধর্মী ও সংবেদনশীল চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য তিনি আজ বড় পর্দার অন্যতম আলোচিত মুখ।
ব্যস্ততা আর কাজের চাপের কারণে দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা হয়ে ওঠে না তৌসিফ মাহবুব ও নাজিফা তুষির। গত বুধবার হঠাৎই তাদের সেই বহুল প্রতীক্ষিত সাক্ষাৎ ঘটে। পুরোনো বন্ধুত্বের কারণে আড্ডা জমতেও সময় লাগেনি। সেই আড্ডার মুহূর্তেই দুজনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তৌসিফ। আর তাতেই নতুন জল্পনার জন্ম নেয় ভক্তদের মধ্যে তবে কি নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে দেখা যাবে তাদের?
তৌসিফ মাহবুব ও নাজিফা তুষি একসাথে
ছবিটি প্রকাশের পর থেকেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। কেউ ধারণা করছেন, নাজিফা তুষি কি আবার নিয়মিত নাটকে ফিরছেন? আবার কেউ মনে করছেন, তৌসিফ মাহবুব হয়তো চলচ্চিত্রে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শুরুতে রহস্যময় হাসি হেসে তৌসিফ মাহবুব বলেন, “একসঙ্গে ছবি দেওয়ার পেছনে অবশ্যই কারণ আছে। তবে সব কিছু এখনই প্রকাশ করতে চাই না। কিছু বিষয় সময়ের জন্যই তোলা থাকুক।” তবে সেই রহস্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, নাজিফা তুষির সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। প্রায় দুই বছর আগে অভিনয়ে ফেরার পর থেকেই তাঁদের যোগাযোগ রয়েছে। তবে দুজনেরই ব্যস্ত সময়সূচির কারণে নিয়মিত দেখা হয়ে ওঠে না। “এবার হঠাৎ দেখা হলো, আড্ডা দিলাম, নিজেদের কাজ আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললাম। আপাতত কোনো যৌথ কাজের বিষয় চূড়ান্ত হয়নি,” জানান তিনি।
চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, বিষয়টি নিয়ে তিনি খুব বেশি সময় নিতে চান না। “নাজিফাকে কথা দিয়েছি, শিগগিরই সিনেমায় কাজ শুরু করব।” দর্শকরা ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এই জুটির পরবর্তী সিনেমার জন্য ।