নায়িকা বুবলীর পোস্টের পর ভক্তদের উচ্ছ্বাস
ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজের অনুভূতি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার ছেলে শেহজাদকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী ।

ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন বুবলী। সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ।
গাড়ির পাশে শেহজাদের স্টাইলিশ পোজ
কখনও সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনও গাড়ির ভেতরে বসে রয়েছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। সেসব তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গাড়ি লাভার ছেলে।’

এনিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। মন্তব্যের ঘরে, পারভিন সুলতানা নামের একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ কারো নজর যেন না লাগে’। আরেকজন লিখেছেন, ‘পুরাই সাকিব ভাইয়ার ফটোকপি’ । শারমিন আক্তার মন্তব্যের ঘরে লেখেন, ‘মাশাআল্লাহ’।
২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে শেহজাদ খান বীর। বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠলেও এখন দুজনে আলাদা থাকেন। তবে সন্তানের বিষয়ে যোগাযোগ আছে দুজনের।

এদিকে, বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা।