তারেক রহমানের বক্তব্য শুনে মুগ্ধ তারকারা
১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনও। তারেক রহমান দেশে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকা শিল্পীরা। অনেকেই মুগ্ধ হচ্ছে তাঁর বক্তব্যে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেই প্রতিক্রিয়া।
প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন
ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেও দেশের সমসাময়িক ইস্যুতে নিয়মিত কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গ তুলে ধরেন তিনি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নিজের মতামত জানান এই অভিনেত্রী।

বাঁধন লেখেন, আমাদের দেশ দীর্ঘদিন শোক, অবিচার ও অনিশ্চয়তার ভেতর দিয়ে গেছে। এই সময়ের কষ্ট আমরা সবাই অনুভব করেছি। তবে সেই দুঃসময়ের মাঝেই তারেক রহমান ও তাঁর পরিবারের প্রত্যাবর্তনে নতুন করে আশার আলো দেখছেন তিনি।
তারেক রহমানের কথায় আবেগাপ্লুত পরীমণি
তারেক রহমানের বক্তব্য শুনে প্রশংসায় ভাসিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। স্ট্যাটাসে পরীমণি জানান, বক্তব্যের একটি লাইন তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছে। পুরো বক্তব্যে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে।

তারেক রহমানের নেতৃত্বে শান্তি চান খায়রুল
তারেক রহমানের প্রশংসা করে ফেসবুকে পোস্টে অভিনেতা খায়রুল বাসার লেখেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক। বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন এই দোয়া রইল।

‘আপন ঘরে স্বাগতম’ তারেক রহমানকে চমক
এদিকে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লেখেন, ‘আমি আলোচনা সমালোচনা করতেই থাকব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। কারণ নীরবতা কখনো দেশ গড়ে না। তবে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লেখেন, ‘তারেক রহমান, আপনাকে আপন ঘরে স্বাগতম। আমরা খুব খুশি আপনাকে ফিরে পেয়ে।’

ছোট পর্দার আরেক অভিনেতা সাঈদ জামান শাওন তারেক রহমানকে উদ্দেশ্য করে এক খোলা চিঠি লিখেছেন। চিঠিতে শাওন উল্লেখ করেন, ‘চারপাশে চাটুকার মানুষ থেকে সতর্ক থাকুন। শুধু অভিজাতদের নয়, সাধারণ মানুষের কাছেও থাকুন।