সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী । মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে অনেকদিন ধরেই ছোটপর্দার দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। তার সহজ সাবলীল উপস্থিতিতে অনেকেরই প্রিয়মুখ হয়ে উঠেছিলেন তিনি। ছোটপর্দায় থাকতেই পথ বদলে রুপালি পর্দায় পা রাখেন তিনি। করেন সিনেমা। কিন্তু সিনেমার জগতে সেভাবে আলো ছড়াতে না পেরে আবারো থিতু হন ছোটপর্দায়। দীর্ঘদিন করেননি কোন সিনেমায় অভিনয়। অবশেষে দীর্ঘ বিরতির পর সিনেমা নিয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি।

তানিয়া বৃষ্টি ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’–এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর কয়েকটি সিনেমায় কাজ করলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। ছোটপর্দায় আবারও নিজের জায়গা করে নেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘গোয়েন্দাগিরি’–ই ছিল তার শেষ চলচ্চিত্র।
‘ট্রাইব্যুনাল’ দিয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
এবার প্রায় ছয় বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তানিয়া। এবারের সিনেমার নাম ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের সংমিশ্রণে। নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যেখানে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির জটিলতা উঠে আসবে পর্দায়।
সিনেমাটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। ইতোমধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে ছবিটির শুটিং, চলবে আরও কিছুদিন।
সম্প্রতি শুটিংয়ের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন পরিচালক রায়হান খান। সেখানে দেখা যায়—একটি টানেলের ভেতর গম্ভীর আলোচনায় ব্যস্ত আদর আজাদ ও মিলন ভট্টাচার্য। তার ঠোঁটে সিগারেট, চেহারায় চিন্তার ভাঁজ। আদরের কাঁধে হাত রেখে কিছু একটা বোঝাতে চাইছেন মিলন।

ছবিটির ক্যাপশনে রায়হান খান লিখেছেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’
পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘ট্রাইব্যুনাল’–এর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে তার। নির্মাতার লক্ষ্য, এ বছরের মধ্যেই শুটিং শেষ করে আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি দেওয়া।
সাড়াহীন তানিয়া বৃষ্টি
দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তন ও সিনেমা নিয়ে জানতে চাওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টায় কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জানা গেছে, সিনেমায় অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে কথা বলতে চান না তিনি।