তাহসান খান
দ্বিতীয় বউয়ের সাথে বিচ্ছেদের পর থেকেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গান, অভিনয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। তবে সেই ঘোষণার পর এবার আবারো পর্দায় ফিরছেন তাহসান খান ।
১৯ জানুয়ারি সোমাবার থেকে শুরু হচ্ছে জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এনটিভি ও বঙ্গ প্ল্যাটফর্মে। সেখানেই দেখা যাবে তাহসানকে।
এই অনুষ্ঠানের প্রথম সিজনে তাহসান খানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা নজর কেড়েছেলো দর্শকদের। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও উপস্থাপক হিসেবে তাকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ব্যক্তিগত জীবনে সমস্যায় থাকলেও এই অনুষ্ঠান নিয়ে বেশ উচ্ছ্বসিত তাহসান খান। তিনি বলেন, ‘এবারের সিজনটা সত্যিই অন্যরকম। প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪ জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনি অপ্রত্যাশিত। প্রতিটি পর্বেই থাকবে আলাদা ধরনের উত্তেজনা।’
প্রথম সিজনের সাফল্যের রেশ ধরে দ্বিতীয় সিজন সাজানো হয়েছে আরও বড় পরিসরে। আগের সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে শত কোটিরও বেশি ভিউ অর্জন করে শো’টি। পাশাপাশি ত্রিশ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের নজিরও ছিল। নতুন সিজনে থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার, জমজমাট প্রতিযোগিতা।
ফ্যামিলি ফিউড অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনা করেছে বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য একাধিক প্রতিষ্ঠান, যা আয়োজনকে দিয়েছে আরও দর্শক জনপ্রিয়তা ও বৈচিত্র্য।
১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর দ্বিতীয় সিজন। অনুষ্ঠানটি টেলিভিশনে যারা যথাযথ সময়ে দেখতে পারবেন না, তারা বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন। পাশাপাশি বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যেকোনো সময় বিনামূল্যে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।
তবে এই অনুষ্ঠান ছাড়া আর কোন নাটক, গান কিংবা কোন অনুষ্ঠানে আপাতত দেখা যাবে না তাহসানকে।
