Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবর জেমস ও পরীমণিকে
আসিফ আকবর, জেমস ও পরীমণি | কোলাজ ছবি

আসিফ আকবরের প্রশ্ন

বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন তিনি। তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় আসেন এই দেশবরেণ্য শিল্পী। আসিফ এবার দেশের তারকাদের উদ্দেশে কিছু প্রশ্ন রেখেছেন। বিশেষত আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন ।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন আসিফ আকবর। সেখানে দেশের বিভিন্ন তারকাদের উদ্দেশে আসিফের কোন প্রশ্ন আছে কিনা জানতে চাওয়া হয়। আছে বলে জানান তিনি। এ সময় জেমস, শাকিব খান, দীপা খন্দকার, পরীমণির নাম উঠে আসে।

আসিফ আকবর জেমস ও পরীমণিকে
পরিমনি | ছবি: অভিনেত্রীর ফেসবুক

মেগাস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ।  শাকিবের ডায়ালগ ও গানের কণ্ঠ নিয়ে তিনি বলেন, আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়।

যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী , এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’

তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।

নগরবাউল জেমসকে প্রশ্ন করেন আসিফ আকবর। তিনি প্রশ্ন করে বলেন, আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা কি তা জানতে চাই।

এরপর পরীমণিকে নিয়েও তার ভাবনার কথা তুলে ধরেন আসিফ। তিনি বলেন, পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান বললেন-‘কখনও ব্যথা দিতে চাইনি’

এ আর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সঙ্গীত পরিচালক এবং অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর…
এ আর রহমান বললেন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হতে যাচ্ছে

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর আজ ১৮ জানুয়ারি শেষ হতে যাচ্ছে । এ…
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কেয়া পায়েল মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছেন

কেয়া পায়েলের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ দেখা গেল এক পাগলকে। তার উস্কোখুস্কো চুল, পরনে…
কেয়া পায়েল মানসিক ভারসাম্যহীন
0
Share