সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তিনি ভালো নেই। দীর্ঘদিন ধরেই তাহসান শারীরিক ও মানসিকভাবে ভালো নেই বলেও জানিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের চলমান নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও তিনি স্বীকার করেছেন। তবে এসব বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য এখনো তিনি প্রস্তুত নন বলেও জানান।
সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন প্রসঙ্গে তাহসান দেশের গণমাধ্যমকে জানান, বিয়ে বা বিবাহবার্ষিকী উদ্যাপন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এসব খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, অনলাইনে যেসব ছবি ও পোস্ট ঘিরে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর এবং ভুলভাবে উপস্থাপিত। বাস্তবে এ ধরনের কোনো উদ্যাপন বা অনুষ্ঠান ঘটেনি।
একই সঙ্গে তাহসান তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে চলমান জল্পনার সত্যতাও নিশ্চিত করেছেন। তিনি স্বীকার করেছেন, তার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তিনি আলাদা থাকছেন। তবে এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে বা এর পেছনের কারণ কী, সেসব বিষয়ে বিস্তারিত মন্তব্য এখনই করতে চাচ্ছেন না। তিনি বলেন, সেটা অনেক বড় প্রসঙ্গ, এখন বলতে চাই না। সব চূড়ান্ত হলেই আমি জানাব।
তাহসান কবে থেকে আলাদা থাকছেন ?
এছাড়াও তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়। আমি, অ্যানির্ভাসারি উদ্যাপন করিনি। যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেটা ভুয়া নিউজ।
জন্মদিন উদযাপন নিয়ে তাহসান বলেন, আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।
তাহসান গণমাধ্যমকে জানান, গত সেপ্টেম্বরে তিনি অস্ট্রেলিয়া ট্যুরে যান। সেই ট্যুরের আগে থেকেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় থেকেই তিনি ফেসবুক ও গান থেকেও দূরে রয়েছেন।
এখন কিভাবে সময় কাটছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।
তাহসান শারীরিক ও মানসিকভাবে ভালো নেই । তাই তিনি তার এই কঠিন সময় কাটিয়ে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
