তোদের আসল রূপ দেখালি: সোহেল রানা
চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। বয়সের ভারে এই কিংবদন্তি অভিনেতা এখন আর আগের মতো ক্যামেরার সামনে আসেন না। তবে সিনেমার প্রতি ভালোবাসা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা তাঁর মনজুড়ে অটুট। সামাজিক যোগাযোগমাধ্যমে সম সাময়িক ইস্যুতে নিজের মতামত জানান তিনি। সেই ভাবনা থেকে জামায়াতের সঙ্গে জোট করায় ক্ষুব্ধ হন সোহেল রানা। এছাড়াও আখরুজ্জামান ও কর্ণেল অলি আহমদকে ধিক্কার জানান, তিনি।

রাষ্ট্র সংস্কারের কথা বলে এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ নিয়ে অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। নাম উল্লেখ না করলেও কমেন্ট বক্সে স্পষ্ট করেন, এনসিপির এই সিদ্ধান্তকে তিনি তাদের ‘আসল চেহারা’ বলেই মনে করছেন।

আখতারুজ্জামান ও অলিকে জানান ধিক্কার
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও অলি আহমদকে ‘ধিক’ জানিয়েছেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা। আজ সোমবার ফেসবুক পোস্টে তিনি তাঁদের নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন।

সোহেল রানার মুক্তিযুদ্ধ থেকে চলচ্চিত্র যাত্রা
ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকা সোহেল রানা মুক্তিযুদ্ধ শুরু হলে সরাসরি রণাঙ্গনে অংশ নেন। যুদ্ধ শেষে তিনি চলচ্চিত্রে যুক্ত হন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছবিতে মুক্তিযোদ্ধারাই অভিনয় করেছিলেন।