শুভ ও ঐশীর প্রেম প্রচারণা
ঢাকাই সিনেমার অন্যতম সুদর্শন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে প্রেম চলছে চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর। এমনই গুঞ্জন চলে এসেছে বহুদিন ধরেই। তবে সেটা কেবল গুঞ্জনই ছিলো। তবে এবার যেন সুর্যোদয়ের মতো ফুটে উঠলো সেই প্রেম। নেটিজেনরা প্রায় নিশ্চিত প্রেম চলছে আরিফিন শুভ ও ঐশীর মধ্যে। কারণটা এই জুটির প্রেম প্রচারণা।

বিষয়টিতে আলো ফেললেন আরেফিন শুভ ও ঐশী দুজনেই। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় সামাজিক মাধ্যমে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি পোস্ট করেন দুজন। যেখানে ঐশীকে দেখা গেছে শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন তিনি; ছবির মাধ্যমেই যেন নিজেরাই বলছে তাদের গল্প। যেন প্রেম চলছে আরিফিন শুভ ও ঐশীর ।
কিন্তু রহস্য আরও গভীর হয়ে উঠলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।‘
অন্যদিকে ঐশীও দিয়েছেন স্ট্যাটাস। একই কথার প্রতিধ্বনি হয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর একই। যেন একই মায়ায় গেঁথে গেছেন দুজনেই।
দুজনের এই স্ট্যাটাসের পরেই নেটিজেনদের আলোচনা আবারো তুঙ্গে। সবার মনে একটাই প্রশ্ন। তবে কি সত্যি সত্যি প্রেম চলছে দুইজনের নাকি কোন সিনেমার প্রচার?
তবে আরেকটি খবর উঠেছে এরই মাঝে। শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। এই সিনেমায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও ঐশী। তাই নেটিজেনদের দ্বিধা আরও বেড়েছে। এটা কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও আসলেই কিছু চলছে তাদের মধ্যে?
এখন কেবল দেখার পালা সামনে কি ঘটে।