Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

আরিফিন শুভর সাথে প্রেম ও বিচ্ছেদ নিয়ে বিন্দু যা বললেন

আরিফিন শুভর সাথে প্রেম
আরিফিন শুভ ও বিন্দু

আরিফিন শুভ ও বিন্দুর প্রেম

দেশের টেলিভিশন, নাটক ও সিনেমার পর্দায় নিয়মিতই দেখা যেত অভিনেত্রী আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য, মায়াবী চাহনী এবং সাবলীল অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শকদের। এরপর হঠাৎ করেই আড়ালে চলে যান এই অভিনেত্রী। তবে সম্প্রতি আবার এসেছেন আলোচনায়, আরিফিন শুভর সাথে প্রেম ও বিচ্ছেদ নিয়ে বিন্দু কথা বলেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। সেখানে অভিনয়জীবনের পাশাপাশি উঠে এসেছে বহুদিনের আলোচিত এক প্রশ্ন। উঠে এসেছে অভিনেতা আরিফিন শুভর সাথে তার প্রেম ও প্রেম ভেঙে যাওয়ার কারণ।

আরিফিন শুভর সাথে প্রেম
আরিফিন শুভ ও বিন্দু | ছবি: ফেসবুক

বিন্দু তার অভিনয় জীবনে একাধিক নাটক ও প্রজেক্টে আরিফিন শুভর সঙ্গে কাজ করেছেন। তাদের দুজনের পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিতও হয়েছে সেসময়। পর্দার এই রসায়ন থেকেই গুঞ্জন ছড়ায় যে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অর্থাৎ প্রেম চলছে। তবে সে সময় দুজনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। ২০১৪ সালের পর থেকে বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন বেশ নীরব।

দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালে ওয়েব ফিল্ম ‘উনিশ২০’এ আবারও অভিনয়ে ফেরেন তিনি। এবারও জুটি হয়েছেন আরিফিন শুভর সঙ্গে। কাজটি দর্শকের প্রশংসাও পায়। তবে তার এই ফিরে আসায় তাদের দুজনের পুরোনো রসায়ন নতুন করে আলোচনায় আসে নেটিজেনদের কাছে। কিন্তু কাজটি করেই বিন্দু আবার হারিয়ে যান পর্দা থেকে।

আরিফিন শুভর সাথে প্রেম
উনিশ২০ এর পোস্টার ||

আরিফিন শুভর সাথে প্রেম নিয়ে বিন্দু

সম্প্রতি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দুকে প্রশ্ন করা হয়। এ নিয়ে তিনি বলেন, ‘পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো এটা সত্যি। কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। এরপর আরেফিন শুভর সাথে প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে তিনি বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন!

কিছুক্ষণ থেমে বিন্দু আরও যোগ বলেন, কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই।

দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না।

আরিফিন শুভর সাথে প্রেম
বিন্দু | ছবি: ফেসবুক

আরিফিন শুভর সঙ্গে ভবিষ্যতে আবারও কাজ করার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই অভিনয় করতে আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি।

২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে নজরে আসেন।

এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’–এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করতেন তিনি।

একটা সময় একের পর এক কাজ করলেও একটা সময় নিজেকে গুটিয়ে নেন বিন্দু। এখন একেবারেই কাজে নেই বললেই চলে। দীর্ঘ নীরবতার পর পডকাস্টে এসে তার এই উপস্থিতি নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিরাজ আলী খান ঢাকা থেকে মনবেদনা নিয়ে ফিরলেন  

ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান সম্প্রতি ঢাকায় এসেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী…
সিরাজ আলী খান ঢাকা

বক্স অফিসে কত আয় করল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ গত শুক্রবারে মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের বহুল প্রতিক্ষীত অ্যাভাটার সিরিজের…
বক্স অফিসে কত আয় করল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
0
Share