Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা  

শাবনূরের জন্মদিন- স্মৃতিচারনা করলেন কনকচাঁপা
শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা সংগীতশিল্পী কনকচাঁপা ও শাবনূর | ছবি: কোলাজ

শাবনূর ও কনকচাঁপার মেলবন্ধন

আজ ১৭ ডিসেম্বর দেশের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরা ছাড়াও শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন সংগীতশিল্পী কনকচাঁপা ।

সংগীত জগতের অন্যতম মহাতারকা কনকচাঁপা। শাবনূর অভিনীত অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি। তার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘আমার নাকেরই ফুল বলে রে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘ভালোবাসা থাকো তুমি দূরে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে।  

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা
শাবনূর | ছবি: ফেসবুক

কনকচাঁপা ও শাবনূরের মধ্যে সরাসরি দেখা না হলেও দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক গভীর। তাই শাবনূরের জন্মদিনে তাঁকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন কনকচাঁপা। সেই পোস্টে তিনি ভার্সেটাইল নায়িকা হিসেবে অভিহিত করেছেন শাবনূরকে।

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করে যা বললেন কনকচাঁপা

কনকাচাঁপা জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের এক অনন্য অধ্যায়জুড়ে রয়েছে শাবনূরের নাম। আর সেই অধ্যায়ে বারবার ফিরে আসে কণ্ঠশিল্পী কনকচাঁপার কণ্ঠ। শাবনূরের জন্মদিন উপলক্ষে বক্তব্যে এই দুই শিল্পীর দীর্ঘদিনের শিল্পীসত্তার মেলবন্ধন ও স্মৃতির কথা তুলে ধরেছেন কনকচাঁপা।

কনকচাঁপার লিখেছেন, ‘শাবনূর কেবল একজন জনপ্রিয় নায়িকা নন, তিনি একটি পূর্ণাঙ্গ প্রতিভার নাম, যাকে বাংলাদেশ কখনো ভুলতে পারবে না। তার অভিনয়শৈলী, সংলাপ বলার ধরন, দৈহিক সৌন্দর্য, চাঁদপানা মুখশ্রী, গোলাপের মতো হাসি আর গভীর দৃষ্টির চোখ কয়েক যুগ ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে।’

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা
সংগীতশিল্পী কনকচাঁপা ও শাবনূর | ছবি: ফেসবুক

শাবনূরকে একজন ভার্সেটাইল মহানায়িকা হিসেবে উল্লেখ্য করে কনকচাঁপা লিখেছেন, ‘কবরীর পর শাবনূরই সেই ভার্সেটাইল মহানায়িকা, যিনি সিরিয়াস চরিত্র, হাস্যরসাত্মক অভিনয় কিংবা দুরন্ত কিশোরীর ভূমিকায় সমান দক্ষ। বিশেষ করে শাবনূরের চোখের ভাষা নিয়ে আলাদা করে নিজের মতামত প্রকাশ করেন তিনি। কনকচাঁপা বলেন, ‘তাঁর অশ্রু ঝরলে দর্শকের মনও ভিজে যায়—এটাই শাবনূরের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি।’

ব্যক্তিগত জীবনে শাবনূর একজন মাটির মানুষ বলেও আখ্যা দেন কনকচাঁপা। তিনি জানান, একবার তার ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে শাবনূরের বাসায় গিয়ে অসম্ভব আন্তরিকতা ও সৌজন্য পেয়েছেন তিনি, তা আজও তার মনে দাগ কেটে আছে। কনকচাঁপা গর্বের সঙ্গে বলেন, ‘শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ারের প্রায় পুরো সময় তার সঙ্গে ছিলাম। শাবনূরের অভিনীত ছবির প্রায় ৯৯ শতাংশ গান আমার গাওয়া।’

কনকচাঁপার মনঃকষ্টের কথা

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা
সংগীতশিল্পী কনকচাঁপা | ছবি: ফেসবুক

শাবনূরকে নিয়ে একটি মনঃকষ্টের কথাও লিখেছেন কনকচাঁপা। সেই ঘটনা বলতে গিয়ে কনকচাঁপা লিখেছেন, ‘জীবনে কখনো কোনো চ্যানেলকে বলিনি, আমাকে এমন একটা অনুষ্ঠান দেন। কিন্তু কয়েকটি চ্যানেলে স্বপ্রণোদিত হয়ে বলেছি শাবনূর ও আমাকে নিয়ে একটা প্রোগ্রাম সাজাতে, কিন্তু কোনো চ্যানেলই গা করেনি। এই বাংলাদেশে মূল্যায়ন পাওয়া খুবই কঠিন। তবে আমার বিশ্বাস, একদিন আমার গান আর শাবনুরের অভিনয়ের সমন্বয় নিয়ে গবেষণা হবে, তখন হয়তো তা দেখার জন্য কোনো একজন থাকব না।’

শাবনূরের জন্মদিনে স্মৃতিচারনা করলেন কনকচাঁপা এবং লিখনীর সবশেষে শাবনূরের সুখী জীবন ও সুদীর্ঘ আনন্দময় জীবনের কামনা করেছেন কনকচাঁপা।

 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে আরেফিন শুভ – প্রকাশ্যে জ্যাজের টিজার

সনি লিভ প্রযোজিত সিরিজ ‘জ্যাজ সিটি’ আরিফিন শুভ বহুদিন চুপচাপ থেকে অবশেষে ফিরছেন বেশ ঝলক নিয়ে। করছেন আগামী ঈদের…
বলিউডে আরেফিন শুভ- প্রকাশ্যে জ্যাজের টিজার

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

‘পাওমুম পার্বণ ২০২৫’ বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি…
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’
0
Share