রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সাথে অভিনেতা বিজয় দেবারকোন্ডার প্রেম চলেছে এমন গুঞ্জন বহুদিনের। সেইসূত্রে কিছুদিন আগেই ভারতের একাধিক গণমাধ্যমে খবর এসেছে বাগ্দান সেরেছেন এই দুই তারকা। ২০২৬ সালে বিয়ে করবেন এমন খবরও এসেছে। এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত দিন চুপ ছিলেন রাশমিকা। সম্প্রতি, দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এবার বিয়ে নিয়ে কথা বলেছেন রাশমিকা। বিজয়কে বিয়ে করা নিয়ে রাশমিকার জবাব কি ছিলো জেনে নেয়া যাক।
‘ছাবা’ সিনেমা দিয়ে এ বছরের যাত্রা শুরু হয় রাশমিকার। সবশেষ করেন ‘দ্য গার্লফ্রেন্ড’। তার অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করে।

সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল। ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চেয়েছি। এ বছর সেটা হয়েছে। কোনো কিছুই পরিকল্পনা করে হয় না, এটা হয়ে গেছে।‘
গেল অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের সাথে নিয়ে রাশমিকা- বিজয় বাগ্দান সেরেছেন এমন খবরও উঠেছিলো। বিজয়ের টিম পরে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, বাগ্দান সত্যি হয়েছিল এবং তাদের বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে। যদিও দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বা কোনো ছবি শেয়ার করেননি।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকার কাছে জানতে চান, বিয়ের পরিকল্পনার কথা স্বীকার করবেন কিনা নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা হেসে জানান তিনি কোনটাই করবেন না। যখন সময় হবে, তখন তারাই ঘোষণা দেবেন বলে জানান। গণমাধ্যমকে কোন তথ্য দেয়ার আগে রাশমিকার একটু সময় দরকার বলেও জানান তিনি । বিজয়কে বিয়ে করা নিয়ে রাশমিকার জবাব আরো কিছুদিন পরেই পাওয়া যাবে।
রাশমিকা ও বিজয় ‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) সিনেমায় একত্রে অভিনয় করেন। জুটি হয়ে অভিনয়ের পরই প্রেমের গুঞ্জন উঠে তাদের নামে।
গেল আগস্টে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডেও দেখা গেছে এদের দুইজনকে। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন। এসব কিছু মিলিয়েই প্রেমের গুঞ্জন উঠতে থাকে। যার পরিণতি এখন বিয়ের গুঞ্জনেও।