রুনা লায়লাকে নিয়ে প্রকাশিত হচ্ছে ‘মায়ার সিংহাসন’ উপন্যাস
আজ (১৭ নভেম্বর) ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়ায় সিক্ত হয়েছেন জীবন্ত এই কিংবদন্তি। আজ তার ৬০ বছর পুর্ণ হল। তার বর্ণাড্য সংগীতজীবনে বাংলা ছাড়াও হিন্দি, পাঞ্জাবি, উর্দু, ইংরেজিসহ অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। তার গাওয়া অন্যতম দর্শকপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। এই গানেই তার জন্মদিনকে ঘিরে কোক স্টুডিও বাংলা মাতালেন রুনা লায়লা ।

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে কোক স্টুডিও বাংলা গতকাল রাত সাড়ে আটটায় গানটি প্রকাশ করেছে। আর এই গান দিয়েই কোক স্টুডিওর তৃতীয় মৌসুমের ইতি ঘটেছে।
মাস্ত কালান্দার-কোক স্টুডিও নিয়ে রুনা লায়লা
গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘“মাস্ত কালান্দার” সব সময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম-পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।’ সেই ভালোবাসা থেকেই কোক স্টুডিও বাংলা মাতালেন রুনা লায়লা ।

গানটি প্রযোজনা করেছেন অর্ণব এবং সুরকার ও প্রযোজক অদিত রহমান। গানটি নিয়ে অর্ণব বলেন, ‘এই গান স্মৃতি, ভক্তি ও সংস্কৃতির অনুভূতি বহন করে। রুনা লায়লা আপুর কণ্ঠে নতুনভাবে এই গানটিকে পাওয়া আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। “মাস্ত কালান্দার” শুধু গান নয়, এটি সব শ্রোতার সঙ্গে এক সেতুবন্ধ, যাঁরা এই গানকে জীবন, শিক্ষা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রেখেছেন।’
কোক স্টুডিও বাংলা জানিয়েছে, গানটিতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটেছে। গানের শুরুতে হাসন রাজার একটি গানের অংশবিশেষ গেয়েছেন মাখন মিয়া। এরপর সুফি ঘরানার গভীরতা, লোকজ ছন্দ ও সমসাময়িক বাদ্যযন্ত্র যুক্ত হয়েছে।
গানটিতে ফোয়াদ নাসের বাবুসহ কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও অংশ নিয়েছেন।
ছয় দশকের বেশি সময় ধরে গান গাইছেন রুনা লায়লা। ১৮টিরও বেশি ভাষায় গান করেছেন তিনি। বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ায় তার জনপ্রিয়তা রয়েছে।
রুনা লায়লাকে নিয়ে উপন্যাস
এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ পাবে তাকে নিয়ে লেখা ‘মায়ার সিংহাসন’ উপন্যাস। উপন্যাসটি লিখেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির। উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠা। উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।