নির্মাতা রব রেইনার
রোববার (১৪ ডিসেম্বর) রাতে মারা গেছেন হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনার। লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জনপ্রিয় এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি, টিএমজেড, এপিসহ একাধিক পশ্চিমা গণমাধ্যম। নির্মাতা রব রেইনার ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু শোকাহত করেছে পুরো হলিউডকে।
রব রেইনার ও তাঁর স্ত্রীর মৃত্যুকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে পুলিশ আনুষ্ঠানিক ঘোষণায় কিছু জানায়নি।

তাদের মৃত্যু নিয়ে এপির এক প্রতিবেদনে বলা হয়, রব রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে টিএমজেড নিশ্চিত করে, মৃতদেহ দুটি রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনারের।
রব রেইনার ও তাঁর স্ত্রী কিভাবে মারা গেলেন ?
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সদস্যরা স্থানীয় সময় ১৪ ডিসেম্বর বিকেলে শহরের ব্রেন্টউড এলাকার ওই বাড়িতে উপস্থিত হন। লাশ উদ্ধার করেন। তবে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে একটি সংবাদ সম্মেলন হতে পারে বলে জানা গেছে। রব রেইনার ও তাঁর স্ত্রী কিভাবে মারা গেলেন তা এখনো জানা যায়নি।
গণমাধ্যম ডেডলাইনের এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত ব্যক্তিদের বয়স প্রকাশ করেছে। তারা হলেন ৭৮ বছর বয়সী এক পুরুষ ও ৬৮ বছর বয়সী এক নারী, যা নির্মাতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেলের বয়সের সঙ্গে মিলে যায়। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

রব রেইনার এর চলচ্চিত্র যাত্রা
কিংবদন্তি কমেডিয়ান ও অভিনেতা কার্ল রেইনারের ছেলে এই রব রেইনার । কার্ল রেইনার ২০২০ সালে মারা যান। ১৯৭০-এর দশকে জনপ্রিয় সিবিএস সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে অভিনয় করেন রব। মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হন তিনি। সিরিজটির ২০৫টি পর্ব সম্প্রচারিত হয়। এ সময়ের ভিতরেই ধীরে ধীরে তিনি অভিনয়ের জগত থেকে নির্মাণের দিকে ধাবিত হন।
এর পরবর্তী কয়েক দশকে রব রেইনার হলিউডের অন্যতম গুরুত্বপুর্ণ পরিচালক হিসেবে আবির্ভূত হন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘স্ট্যান্ড বাই মি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ও ‘হোয়েন হ্যারি মেট সলি’। এছাড়াও তিনি ‘আ ফিউ গুড ম্যান’, ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’-এর মতো সমালোচক–প্রশংসিত ও ব্যবসাসফল ছবিও নির্মাণ করেছিলেন।
এছাড়া অস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন রব। ‘আ ফিউ গুড মেন’ ছবির জন্য রব রেইনার অস্কার মনোনয়ন লাভ করেন।
সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়েও ফেরেন। টেলিভিশন সিরিজ ‘নিউ গার্লে’ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘দ্য বিয়ারের’ চতুর্থ মৌসুমে ব্যবসায়ী অ্যালবার্ট শ্নুর চরিত্রেও ছিলেন তিনি।
রব রেইনার ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু তে সারা বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে। হলিউডের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত এই পরিচালক ও তাঁর স্ত্রীর মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করেছেন।