জনপ্রিয় জুটি ‘কাবিলা-ইভা’
টিভি পর্দায় দর্শকদের জনপ্রিয় জুটি ‘কাবিলা-ইভা’ এবার দর্শকের সামনে একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন। অভিনেতা জিয়াউল হক পলাশ ও অভিনেত্রী পারসা ইভানা যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন । জনপ্রিয় এই জুটিকে এবার দেখা গেল রাজকীয় সাজে, একটি নতুন বিজ্ঞাপনচিত্রে। সেখানে রাজা-রাণী সাঁজে এলেন পলাশ ও ইভানা ।
নাটকের হাস্যরসাত্মক চরিত্র থেকে বেরিয়ে একেবারে ভিন্ন ঘরানার এই বিজ্ঞাপনটিতে পলাশ ও পারসা ইভানা অভিনয় করেছেন ইতিহাসনির্ভর গল্পের আদলে। এটি একটি পানীয় জাতীয় পণ্যের বিজ্ঞাপন। এর দৃশ্য ধারণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহেই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

নির্মাতা রাকেশ বসু জানান, আম্রপালির ঐতিহাসিক কাহিনিকে আধুনিক বিজ্ঞাপনের ভাষায় উপস্থাপন করা হয়েছে এই প্রজেক্টে। প্রেম, রাজনীতি ও রাজসভাভিত্তিক আবহ বজায় রেখেই নতুন কনসেপ্ট সাজানো হয়েছে। বিজ্ঞাপনটিতে পলাশকে দেখা যাবে রাজা চরিত্রে এবং পারসা ইভানাকে উপস্থাপন করা হয়েছে রানীর ভূমিকায়।
এই নতুন অভিজ্ঞতা নিয়ে পলাশ বলেন, থিমভিত্তিক এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্টটি খুবই চমৎকার ছিল এবং নির্মাতা অত্যন্ত যত্ন নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। পুরো শুটিংয়ের অভিজ্ঞতাই ছিল আনন্দের।
অন্যদিকে পারসা ইভানা জানান, চরিত্র, পোশাক ও উপস্থাপন সবকিছুই ছিল একেবারে নতুন। রাজকীয় পরিবেশে অভিনয়ের অভিজ্ঞতা তার কাছে বিশেষভাবে মনে রাখার মতো হয়ে থাকবে বলেও তিনি জানান। দর্শকরাও বিজ্ঞাপনটি পছন্দ করবেন বলে তিনি আশাবাদী।
সব মিলিয়ে, ছোটপর্দার আলোচিত ‘কাবিলা-ইভা’ জুটিকে এবার একেবারে ভিন্ন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।