বৈচিত্র্যময় কনটেন্ট আনছে ওটিটি
আজ থেকে শুরু হয়েছে নতুন বছর। গত বছরের মতো এ বছরও ওটিটিতে থাকছে নানা সিরিজ, সিনেমা, গেম শো। নতুন বছরে দর্শকদের জন্য বৈচিত্র্যময় কনটেন্ট আনছে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো যা দেখা যাবে চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডিতে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছেন, নতুন বছরে দেশসেরা শিল্পী ও নির্মাতাদের নিয়ে কনটেন্ট তৈরির পরিকল্পনা চলছে। সব সময়ের মতো এবারও কনটেন্টে নতুন কিছু দেয়ার চেষ্টা থাকবে।

ওটিটিতে শিহাব শাহীনের হাত ধরে বড় পরিসরের একটি সিরিজ আসছে। মানুষের স্বপ্ন ও আবেগের গভীরতা ফুটিয়ে তুলবেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। সুরকার ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি এবার প্রথমবারের মতো সিরিজ নির্মাণ করছেন, যেখানে দর্শক পাবেন আবেগঘন এক পারিবারিক গল্প। চরকির কনটেন্ট পরিকল্পনায় বৈচিত্র্য আনতে প্রাণিকুলকে কেন্দ্র করেও নির্মিত হচ্ছে নতুন কনটেন্ট।
এ ছাড়াও দেশের জনপ্রিয় শিল্পী ও নির্মাতাদের নিয়ে নতুন ভাবনার গল্প পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলেও জানান রেদওয়ান রনি।
বৈচিত্র্যময় কনটেন্ট হিসেবে আরো যা থাকছে

রেদওয়ান রনি আরও জানান, প্রেক্ষাগৃহের সিনেমা মুক্তির দিকেও নজর দিচ্ছে চরকি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরিকে নিয়ে নির্মিত চরকির সিনেমা ‘দম’ এ বছরই মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকেরা ওটিটিতেও সিনেমাটি উপভোগ করতে পারবেন।এছাড়া হইচইয়ে একাধিক নতুন পরিচালকের কাজ দেখার সুযোগ পাবেন দর্শক। পাশাপাশি আগে কাজ করা পরিচালকদের নতুন প্রকল্পও থাকবে। হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হলো হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রেক্ষাগৃহের প্রথম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। আলোচিত সিরিজ ‘গোলাম মামুন’-এর সিক্যুয়েলও এ বছর মুক্তি পেতে পারে।
আইস্ক্রিন তাদের সিরিজ নিয়ে কোনো তথ্য না জানালেও একটি সিনেমা মুক্তির কথা নিশ্চিত করেছে। জানা গেছে, রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কথা। এতে শবনম বুবলী ও নাজিফা তুষিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন পরিচালকদের সিরিজ ও ওয়েব ফিল্মও আসতে পারে।
বঙ্গবিডিতে এ বছরও নিয়মিতভাবেই দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। পাশাপাশি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন শুরু হচ্ছে। ওয়াহিদুল ইসলামের পরিচালনায় শোটির প্রথম সিজনের উপস্থাপনা করেছিলেন সংগীতশিল্পী তাহসান খান। বঙ্গ সূত্রে জানা গেছে, নতুন সিজনটি আরও বড় পরিসরে হবে এবং তাতে বেশকিছু চমকও থাকবে।
এ ছাড়া মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছবিটিও বঙ্গবিডিতে মুক্তি পাবে। আরও কয়েকটি সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে আলোচনা চললেও আপাতত সেসব বিষয়ে বিস্তারিত জানাতে চাইছে না তারা।