ভিকি জাহেদের থ্রিলার ‘পুলসিরাত’
এবার সিনেমায় জুটি হচ্ছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। একসঙ্গে এই দুই অভিনয় শিল্পী অসংখ্য দর্শকপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করেছেন। আর দর্শকদের মাঝে বিশেষ জায়গা দখল করে রেখেছে। গত কয়েক বছরে দুজন সিনেমায়ও কাজ করেছেন। যদিও বড় পর্দায় এখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।

এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে রুপালি পর্দায়। ঘটবে দর্শকদের সেই অপেক্ষার অবসান। ‘পুলসিরাত’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। এটি একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে। তবে, এখনো আসেনি আনুষ্ঠানিক কোন ঘোষণা। প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগির বড় পরিসরে তা জানানো হবে।

নিশো–মেহজাবীন জুটির জনপ্রিয় কাজের তালিকায় রয়েছে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’ ও ‘নীল জলের কাব্য’। এসব নাটক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। আর এই জুটি নিয়ে আগ্রহ এখনো তুঙ্গে।
এদিকে, কাজের ব্যস্ততায় আছেন দুজনই। আফরান নিশো সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’ এর শুটিং শেষ করেছেন। সুড়ঙ্গ, দাগি সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো। গত বছরের শেষভাগে মুক্তি পেয়েছে ভিকি জাহেদের সিরিজ আকা, এতে আফরান নিশোকে দেখা গেছে।

অন্যদিকে, মেহজাবীন চৌধুরী বর্তমানে ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন। চরকি অরিজিনাল সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সাবা, প্রিয় মালতী সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।