ইতিহাস রচনা করেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস রচনা করেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড- এর ৩৫তম আসরে প্রথমবারের মতো পুরস্কার জিতল বাংলাদেশের এই সিনেমা।‘নিশি’- এমা অ্যাওয়ার্ডের স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে ছবিটির পুরস্কার ঘোষণা করা হয়। ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, এই মনোনয়ন পাওয়ার মাধ্যমেই ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নির্মাতা গোলাম রাব্বানী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘খবরটা সত্যিই আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের ‘নিশি’। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই পুরস্কার অর্জন করল। এটা বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন।’
তিনি আরও বলেন, ‘এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরো বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ-প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।’
‘নিশি’ নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায়। গল্পের কেন্দ্রবিন্দু এক চা-শ্রমিকের কন্যাসন্তান নিশিকে কেন্দ্র করে যার পড়াশোনা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।
‘নিশি’ই বাংলাদেশের প্রথম ছবি যার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ পরিচালনা করেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তনী নাতালিয়া পুসনিক। শুটিং হয়েছে সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায়, যেখানে অভিনয় করেছেন স্থানীয় চা-বাগানের শ্রমিকরা।
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘নিশি’
নির্মাতা গোলাম রাব্বানী জানিয়েছেন, “ ‘নিশি’ বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশেও সিনেমাটির প্রদর্শনের ব্যবস্থা করা হবে।”
এর আগে গোলাম রাব্বানীর পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
ছবিটির সহ-পরিচালক হিসেবে আছেন জহিরুল ইসলাম এবং অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ, ভারতী প্রমুখ।