Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

মুস্তাফিজকে কেনায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে কেনায় শাহরুখকে গাদ্দার বললেন
বিজেপি নেতা সঙ্গীত সোম ও শাহরুখ |

শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

এবারের আইপিএল নিলামে বেশ বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজকে কেনার এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড কিং শাহরুখ খান। মুস্তাফিজকে কেনায় শাহরুখকে গাদ্দার বললেন  বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা।

সম্প্রতি আইপিএলের মেগা নিলামে চেন্নাই সুপার কিংসকে নিলামে হারিয়ে ৯ কোটি ২০ লাখ টাকাতে মুস্তাফিজকে কেনে কেকেআর। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে কেনায় শাহরুখের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ সঙ্গীত সোম।

মুস্তাফিজকে কেনায় শাহরুখকে গাদ্দার বললেন
আইপিএল নিলামে মোস্তাফিজকে কেনার মুহুর্ত | ছবি: কোলাজ

শাহরুখকে সরাসরি আক্রমণ করে এই বিজেপি নেতা বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না, এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত।

উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।’

শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা, প্রেক্ষাপট কি ?

সঙ্গীত সোম আরও অভিযোগ করেন যে, শাহরুখ ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার কথায়, ‘আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন।‘

সঙ্গীত সোম আরো বলেন, কখনও পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে। এই দেশে এসব আর বরদাস্ত করা হবে না। দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।’

তিনি শাহরুখকে হুঁশিয়ার দিয়ে বলেন, যদি কেকেআর ওই খেলোয়াড়কে (মুস্তাফিজ) ফেরত না দেয় এবং সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে ‘খেলা হবে’, অনেক বড় একটা খেলা হবে। এখনই সময় সাবধান থাকার এবং নিজেদের সংশোধন করার, অন্যথায় সময় বিপরীত দিকে চলতে শুরু করবে।”

এর আগেও একাধিকবার শাহরুখ খানের বিরুদ্ধে নানা বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে। তবে এবার সরাসরি তাকে ‘গাদ্দার’ সম্বোধন করা হল।

বাংলাদেশে সম্প্রতি এক হিন্দু নাগরিককে জনতা পিটিয়ে ও গায়ে আগুন দিয়ে হত্যা করে। এরপরেই বাংলাদেশ নিয়ে বেশ উত্তপ্ত পরিস্থিতি ভারতে।  তারই সূত্রধরে এই মন্তব্য এসেছে শাহরুখের নামে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো

বৈচিত্র্যময় কনটেন্ট আনছে ওটিটি আজ থেকে শুরু হয়েছে নতুন বছর। গত বছরের মতো এ বছরও ওটিটিতে থাকছে নানা সিরিজ,…
বৈচিত্র্যময় কনটেন্ট আনছে

নতুন বছরের শুভেচ্ছা নিয়ে সামাজিক মাধ্যমে তারকাদের নীরবতা  

নতুন বছরের শুভেচ্ছা নিয়ে নীরবতা নতুন বছরের শুরুতে সাধারণত দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীদের কাছ…
নতুন বছরের শুভেচ্ছা

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ভালবাসার প্রমাণ: অপূর্ব

ক্ষমতার বাইরে থেকেও খালেদা জিয়া ছিলেন মানুষের হৃদয়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের…
খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ভালবাসার প্রমাণ: অপূর্ব
0
Share