‘পাওমুম পার্বণ ২০২৫’
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো তে। সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উৎসব আজ (১৭ ডিসেম্বর) থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এই আয়োজন ম্রো’দের ভাষা, তাদের শিল্পকলা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়াও রাজধানীতে প্রথমবারের মতো আদিবাসী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ করে দেবে বলে জানিয়েছে আয়োজকেরা।

লামায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়নির্ভর বিদ্যালয়, যা গত ১০ বছরের বেশি সময় ধরে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। উৎসবে অংশ নেওয়া অনেক শিশুর জন্য এটিই পাহাড়ের বাইরে জীবনের প্রথম অভিজ্ঞতা।
এই পার্বণ উৎসবে ম্রো শিশুরা তাদের তৈরি শিল্পকর্ম, বাঁশ দিয়ে তৈরি কারুশিল্প, বিভিন্ন ফটোগ্রাফি, বুনন প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং লাইভ পারফরম্যান্সে অংশ নেবে। লাইভ পারফরম্যান্সে থাকবে ম্রো নৃত্য, গান এবং ঐতিহ্যবাহী প্লাং বাঁশির সুরের মূর্ছনা। এছাড়াও সপ্তাহজুড়ে থাকবে বিভিন্ন কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপ।
পাওমুম থারক্লার সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার পারভেজ স্কুলটির যাত্রা নিয়ে বলেন, ‘আমাদের স্কুলটি শুরু হয়েছিল একটি ছোট বাঁশের ঝুপড়িতে, মাত্র কয়েকটি শিশু নিয়ে। গত এক দশকের বেশি সময় ধরে আমরা শিক্ষার মাধ্যমে তাদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার কাজ করে যাচ্ছি। পাওমুম পার্বণ ২০২৫ শিশুদের জন্য একটি অনন্য সুযোগ, যাতে তারা পাহাড়ের বাইরে নিজেকে তুলে ধরতে পারে। আমরা সব অংশীদারের প্রতি কৃতজ্ঞ, যারা এই যাত্রাকে সম্ভব করেছেন।’

জানা গেছে, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। রোববার বন্ধ বন্ধ থাকবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শকেরা প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সঙ্গে মিশে ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারবেন।