২০২৫ সালের আসরে চ্যাম্পিয়ন হন মিষ্টি
দেশের সেরা প্রতিভাগুলোকে খুঁজে আনার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’-এর ২০২৫ সালের আসরে চ্যাম্পিয়ন হন মিষ্টি ঘোষ। এরপরই জায়গা পেয়ে যান দীপ্ত টিভির মেগা ধারাবাহিক নাটক ‘খুশবু’তে। এতে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন। তার চরিত্রের নামও খুশবু। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে তার কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গ।
মেগা ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয়যাত্রা কেমন চলছে জানতে চাইলে এই তরুণ অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন থেকে চেষ্টা করছি। এর মধ্যে বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে। আশপাশের অনেকে বলছেন, চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছি।‘
খুশবু চরিত্রের সাথে ব্যক্তি মিষ্টির মিলের জায়গা আছে কিনা কিনা জানতে চাইলে মিষ্টি বলেন, “পর্দার খুশবু খুব শান্ত, বাবার বাধ্য মেয়ে, সৎ। তবে কোনো কিছু চাপিয়ে দিলে মেনে নেয় না। লড়াই করতে জানে। বাস্তবে আমিও ঠিক এমনই। খুশবু খুব ধার্মিক, আমিও নিজের ধর্ম মনপ্রাণ দিয়ে মানি। পরিচালক সাজ্জাদ সুমন ভাইয়ের কাছে খুশবু চরিত্রটা যখন শুনেছিলাম তখনই বলেছিলাম, এটা আমার গল্প।“
খুশবু ধারাবাহিকে সহশিল্পী হিসেবে যারা আছেন তাদের সহচর্য কেমন অনুভব করেন জানতে চাইলে মিষ্টি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই নাটকে আমার সঙ্গে যারা অভিনয় করছেন, তারা সবাই পূজনীয়। ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, অর্ষা, সামিরা খান মাহি—সবাই আমার প্রিয় অভিনয়শিল্পী। তাদের সঙ্গে একই নাটকে অভিনয় করছি, তাও আবার নাম ভূমিকায়, এটা ভাবতেই ভালো লাগছে।‘
স্টার হান্ট বিজয়ী এই অভিনেত্রীকে প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমি জব করতাম। অফিসেই ‘স্টার হান্ট’-এর বিজ্ঞাপন দেখি। অনেক দিনের ইচ্ছা রিয়েলিটি শোতে অংশ নেওয়ার। নাচ জানি, মঞ্চে অভিনয় করেছি, টুকটাক টিভিসিও করেছি। মনে হতো, রিয়েলিটি শোর জার্নিটা আসলে কেমন? এটা ভেবেই রেজিস্ট্রেশন করেছিলাম।“
নেমেসিসে মিষ্টি ঘোষ
খুশবু ছাড়া আর কোন কাজ করছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী জানান অভিনেতা আরশ খানের সাথে গত ঈদে ‘নেমেসিস’নামে একটি নাটক করেছিলেন। এর বাইরে বর্তমানে কিছু টিভিসি ও ওভিসি করছেন বলেও জানান।
মিষ্টি ঘোষ ভবিষ্যতে কি হতে চান এমন প্রশ্নে ছোট পর্দার এই অভিনেত্রী জানান, “সামনে ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে। তবে নামমাত্র নায়িকা না, আমি অভিনেত্রী হতে চাই। সেটা বড় পর্দা, নাটক, ওয়েব ছবি বা সিরিজ—যেখানেই হোক।“
অভিনেত্রীর প্রিয় অভিনেতা কে জানতে চাইলে তিনি জানান তার প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন জাহিদ হাসান। ভবিষ্যৎতে তার সাথে কাজের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।