Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

লালন উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক  

লালন উৎসবে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

১৭ অক্টোবর বাউলসাধক লালনের ১৩৫ তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষ্যে উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লালন উৎসব হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা।

কুষ্টিয়ায় এই উৎসবে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বখ্যাত ভারতীয় সাহিত্যতাত্ত্বিক, লেখক ও অনুবাদক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।

“নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রা”র অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব ভক্ত, সাধক ও শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।“

এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। জানা গেছে, তিনি ১৭ অক্টোবর কুষ্টিয়ার লালন বক্তৃতায় বক্তব্য দেবেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার রাতে ফারুকী তার ফেসবুক পোস্টে গায়ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন,“অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এসেছেন। কুষ্টিয়ায় লালন উৎসবে যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি!”

গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রায় পাঁচ দশক ধরে তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব এবং দর্শন নিয়ে গবেষণা ও অধ্যাপনা করে আসছেন। তার এ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তিনি নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হন।

সাহিত্যতত্ত্ব ও দর্শনের পাশাপাশি স্পিভাক একজন সক্রিয় সমাজকর্মীও। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তার উদ্যোগে বহু পিছিয়ে-পড়া শিশু শিক্ষার আলো দেখতে পেয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কাজ বহু আগেই স্বীকৃতি পেয়েছে। সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তক ও মানবিক বুদ্ধিজীবী হিসেবে খ্যাত তিনি।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী চলবে এই লালন উৎসব।

ঢাকায় লালন উৎসব

আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরগণ।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ড. এজাজ, মুগ্ধ ভক্তরা

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও প্রমাণ করলেন—খ্যাতি মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে…
গণমানুষের সাথে বাস যাত্রায় অভিনেতা ড. এজাজ, মুগ্ধ ভক্তরা

৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে…
৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

দ্য ফ্রিক: চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ ছবি প্রকাশিত হচ্ছে

প্রকাশিত হচ্ছে চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ কাজ ‘দ্য ফ্রিক’ বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী…
দ্য ফ্রিক: চার্লি চ্যাপলিনের অসম্পূর্ণ ছবি প্রকাশিত হচ্ছে
0
Share