লালন ভক্তদের মিলনমেলা ছেঁউড়িয়ায়: রাষ্ট্রীয়ভাবে প্রথম লালন স্মরণোৎসব
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রথম লালন স্মরণোৎসব । লালন ভক্ত, অনুসারী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে ছেঁউড়িয়া এখন উৎসবমুখর পরিবেশে সাজছে নতুন রূপে। বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৫তম তিরোধান স্মরণে সাধু ভক্তরা ছুটে আসছেন লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে। সাধু, বাউলভক্ত আর অনুসারীদের আগমনে অন্য রকম পরিবেশ। ফকির লালন শাহর তিরোধন দিবসে বসেছে তাঁদের মিলনমেলা। কান পাতলেই শোনা যাবে লালন শাহর কালজয়ী সব গান।
অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক ফকির লালন সাঁই। তার জীবন দর্শন যুগে যুগে মানবতার বার্তা বিলিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষাভাষি মানুষকেই নয়, তার জীবন দর্শন প্রভাবিত করেছে পৃথিবীর কৌতূহলী প্রতিটি মানবিক মানুষকে।উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল। এবারে লালন মুক্ত মঞ্চে আলোচনা সভার পাশাপাশি প্রখ্যাত প্রয়াত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হবে।
১৮৯০ সালের ১ কার্তিক কালজয়ী ভাবুক ও শিল্পী লালন সাঁই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে আখড়াবাড়ি চত্বরে তাঁর ভক্ত অনুসারীরা তাঁদের সাঁইজিকে স্মরণ করে আসছেন। পরে লালন একাডেমি এ আয়োজনের দায়িত্ব নেয়।