Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

গুরুতর আহত হন কারিশমা

অভিনেত্রী কারিশমা শর্মার সঙ্গে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে হঠাৎ লাফ দিয়ে গুরুতর আহত হন কারিশমা। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত লেগেছে, এবং তাৎক্ষণিক চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

সম্প্রতি একটি প্রজেক্টের শ্যুটিংয়ের কাজে ট্রেনে উঠছিলেন কারিশমা। তিনি শাড়ি পরিহিত ছিলেন, এবং সেটি সামাল দিতে গিয়ে কিছুটা ভারসাম্য হারান। ঠিক সেই মুহূর্তে ট্রেনটির গতি আচমকা বেড়ে যায়। পরিস্থিতির চাপে পড়ে কোনোভাবে ট্রেন থেকে লাফ দেন তিনি, আর তাতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।

গুরুতর আহত অবস্থায় কারিশমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিনের চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন তিনি।

হাসপাতালের একটি ছবি শেয়ার করে কারিশমা লেখেন, “আমি সবাইকে জানাতে চাই যে, আমি এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। চিকিৎসকদের সহায়তায় এবং আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ বোধ করছি। সৌভাগ্যবশত, আমার আঘাত খুব গভীর নয়। তবে ক্ষতস্থানে এখনও ব্যথা রয়েছে, যা সময়ের সঙ্গে সেরে উঠবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

পোস্টে তিনি নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরে বলেন, “এই সময়টা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতাগুলোর একটি। আজও সেই মুহূর্তের কথা ভাবলে কেঁপে উঠি। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ এত মানুষ আমার জন্য দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা

মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে কারিশমা আরও লেখেন, “সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আমার মায়ের কাছে। দুর্ঘটনার খবর শুনে তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সেদিনই ফ্লাইট ধরে চলে আসেন আমার কাছে। এই পুরো সময়টাতে মা আমার ছায়ার মতো পাশে ছিলেন। আমাকে সাহস জুগিয়েছেন, মানসিকভাবে শক্ত করে তুলেছেন। আমি সত্যিই ভাগ্যবান, এমন এক মা আমার জীবনে আছেন।”

চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ফ্যানদের জন্য ইতিমধ্যেই তার ফিরে আসার বার্তা আশার আলো হয়ে উঠেছে।

কারিশমা শর্মা একজন জনপ্রিয় টেলিভিশন ও ওয়েব সিরিজ অভিনেত্রী। বলিউডেও তার উপস্থিতি রয়েছে। তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ “রাগিনী এমএমএস: রিটার্নস’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া “পেয়ার কা পঞ্চনামা ২’, ‘হোটেল মিলান’ সহ একাধিক হিন্দি সিনেমা ও মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। সাহসী ও বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে তিনি একটি নতুন ওটিটি প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলেন, যার শুটিং চলছিল ট্রেন সংলগ্ন একটি লোকেশনে।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি আয় করলো আমিরের সিনেমা

২০ গুণ বেশি আয় করেছেন আমির খান প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর সবাই যেখানে ওটিটি প্ল্যাটফরমে সিনেমা মুক্তি দেন,…

মরেও কর থেকে রক্ষা পেলেন না এন্ড্রু কিশোর

মৃত্যুর পরও কর বকেয়ার নোটিশ পেলেন এন্ড্রু কিশোর বাংলা গানের আকাশে এন্ড্রু কিশোর ছিলেন নক্ষত্রের মতো উজ্জ্বল।…
Exit mobile version