জোভানের মতে তারা ন্যাচারাল, আন্তরিক ও সুইট
আজ অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্মদিন। এদিকে তার অভিনীত ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’ মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। জন্মদিনে তিন নায়িকাকে নিয়ে জোভান মন্তব্য করলেন। জোভানের মতে তারা ন্যাচারাল, আন্তরিক ও সুইট। কে সেই নায়িকারা?
এদিকে থাইল্যান্ডের পাতায়াতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন জোভান। আলাপকালে দেশের এক গণমাধ্যমকে জোভান জানালেন, সপ্তাহখানেক আগে এখানে এসেছেন। ফিরেছেন ১৭ সেপ্টেম্বর। তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলেন সেখানে। তবে নাটক তিনটির নাম এখনো ঠিক করা হয়নি। নাম ঠিক না হওয়া এসব নাটকের পরিচালকেরা হলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মীর আরমান হোসেন ও সাজ্জাদ হোসেন বাপ্পী। তিনটি নাটকেই জোভানের সহশিল্পী সাদিয়া আয়মান।
জোভান বলেন, ‘গল্পগুলো প্রেমের। বেশ আনন্দ নিয়ে শুটিং করছি। পাতায়াতে কাজ করলেও লোকেশনে একটা বৈচিত্র্য থাকবে।‘ শুটিং শেষে ঘোরাঘুরির পরিকল্পনা থাকলেও এ যাত্রায় সেটা বাদ দিতে হচ্ছে। কারণ, ১৮ সেপ্টেম্বর তার জন্মদিন।
আমার বয়স ৩৩ হবে
জোভান বললেন, ‘এবার আমার বয়স ৩৩ হবে। পরিবারের সঙ্গে দিনটি উদ্যাপন করা হয় সব সময়। রিসেন্টলি পরিবার বড় হয়েছে, যোগ হয়েছে শ্বশুরের পরিবার। দিনটি নিয়ে দুই পরিবারের মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। রাত ১২টায় কেক কাটা। পরদিন সবাই মিলে খেতে যাওয়া। জন্মদিনে স্পেশাল ফিল হয়।‘
নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রেও অভিষেক হয়েছিলো জোভানের। ‘অস্তিত্ব’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন তিনি। নির্মাতা ছিলেন অনন্য মামুন। জোভানের বিপরীতে ছিলেন সেমন্তি সৌমী। ছবির ‘অন্তর খোঁজে’ গানটি ভালোই জনপ্রিয়তা পেয়েছিলো সেসময়। এরপর আট বছর শেষ হয়েছে কিন্তু সিনেমায় তাকে আর দেখা যায়নি।
কেন তিনি সিনেমায় জড়ালেন না জানতে চাইলে জোভান বলেন, ‘আমরা যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা। একটা সময় অপূর্ব ভাই করেছেন। আফরান নিশো ভাই করছেন এখন। নাটকের মানুষের আলটিমেট লক্ষ্যই কিন্তু সিনেমা। ওইটার জন্য অনেক প্রস্তুতিরও দরকার। তবে ‘অস্তিত্ব’ এমন সময়ে করেছি, যখন অনেক কিছু বুঝে উঠতে পারিনি।’ জোভান বলেন, ‘এখনো মানসিকভাবে প্রস্তুত নই। তবে আমি চাই, বড় পর্দায় কাজ করতে, জানি না কবে আসবে সেদিন।’
‘ইউনিভার্সিটি’
সিনেমা ছাড়াও সহশিল্পীদের নিয়েও কথা বলেছেন জোভান। ২০১৩ সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ দিয়ে অভিনয় শুরু। মোশাররফ করিম, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মুমতাহিনা টয়াসহ অনেকের সাথেই অভিনয় করেছেন। এই নাটকে সাফা কবির ও মুমতাহিনা টয়া ছিলেন তার সহশিল্পী। কাজ করেছেন মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, কেয়া পায়েলের সাথেও। এখন সাদিয়া আয়মান, নাজনীন নীহা ও তানজিম সাইয়ারা তটিনীর সাথেই তাকে বেশি দেখা যায়। এই তিনজনের প্রসঙ্গে জোভান বলেন তিনজনই খুব ভালো করছে।
ন্যাচারাল, আন্তরিক ও সুইট
তিন তারকার তিনটি দিক বলতে গিয়ে জোভান বলেন, ‘সাদিয়ার অভিনয় খুবই ন্যাচারাল। তটিনীর মধ্যে শেখার আগ্রহ অনেক বেশি। কাজের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। নীহা খুবই গ্ল্যামারাস ও সুইট।‘
তার মধ্যেও শেখার আগ্রহ আছে বলে জানান এই অভিনেতা।